রাবাত : কোনও আগ্রাসী পদক্ষেপ না নিয়েই একদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ ফিরে পাবে ভারত। এমনই আত্মবিশ্বাস ধরা পড়ল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের গলায়। কারণ, সেখানকার মানুষই বর্তমান প্রশাসন থেকে স্বাধীনতার দাবি করছেন। মরোক্কোয় অবস্থিত প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "PoK নিজে থেকেই আমাদের হয়ে যাবে। PoK-তে দাবি উঠতে শুরু করেছে, আপনারা নিশ্চয়ই স্লোগান শুনেছেন।"

Continues below advertisement

৫ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার অনুষ্ঠানে তিনি একই কথা বলেছিলেন বলে জানান রাজনাথ সিং। তিনি বলেন, "৫ বছর আগে কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার অনুষ্ঠানে বক্তব্য রাখছিলাম। তখন আমি বলেছিলাম, আমাদের PoK-তে আক্রমণ চালানোর বা দখল করার কোনও দরকার নেই। এটা আমাদেরই। PoK নিজে থেকেই বলবে, আমি ভারত। সেই দিন আসবে।"

গত ৭ মে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ খুইয়েছে কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগের আবহে এই মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রীর। অপারেশন সিঁদুরের সময় একাধিক পাকিস্তানি বিমান মাটিতে নামানোর পর ভারতের প্রাধান্য থাকা সত্ত্বেও 'যুদ্ধবিরতিতে' সম্মত হওয়ায় বিভিন্ন বিরোধী দলের নেতারা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন। দাবি করেছিলেন যে, পাকিস্তান-অধিকৃত অঞ্চল দখলের সুযোগ ছিল।

Continues below advertisement

গত জুলাই মাসে  'অপারেশন সিঁদুর' সংক্রান্ত আলোচনায় সংসদে বক্তব্য রাখতে উঠে তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বক্তব্যে উঠে আসে পাক-অধিকৃত কাশ্মীরের কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের কথা তুলে ধরে তৃণমূল সাংসদের প্রশ্ন ছিল, "যে স্বরাষ্ট্রমন্ত্রী গতবার সংসদে এবং নির্বাচন ক্ষেত্রেও বহুবার এবং আজ অবধি বলেছেন যে, পাক অধিকৃত কাশ্মীর আমাদের এবং আমরা সেটা যে কোনও প্রকারে নিয়ে ছাড়ব, আমি জানতে চাই যে, এত একটা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন এটা হাতছাড়া করলাম ?"

এই সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখতে উঠে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কংগ্রেস সবসময়ই আপোস করেছে। আজ যারা জিজ্ঞাসা করছেন কেন পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেওয়া হয়নি, তাদের প্রথমে উত্তর দেওয়া উচিত যে কার সরকার পাকিস্তানকে PoK দখল করার সুযোগ দিয়েছিল। উত্তর স্পষ্ট। যখনই আমি নেহরুজির কথা বলি, কংগ্রেস এবং তার বাস্তুতন্ত্র কেঁপে ওঠে... লামহোঁ নে খাতা কি, সদিয়োঁ নে সাজা পায়ি। আজ পর্যন্ত, দেশ স্বাধীনতার পর থেকে নেওয়া সমস্ত সিদ্ধান্তের শাস্তি ভোগ করছে।"

প্রসঙ্গত, এই প্রথম কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মরক্কো সফরে গেলেন।