মস্কো ও নয়াদিল্লি: লাদাখে চিনের সঙ্গে সীমান্ত-সংঘাতের আবহেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন অংশ নিতে রাশিয়া পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ভারতীয় দূতাবাসের তরফে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে।


সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে আরও প্রসারিত করতে একাধিক চুক্তি নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগুর সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন রাজনাথ।
চিন, পাকিস্তান সহ এসসিও গোষ্ঠীর আট সদস্য দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে ঝুঁকি ও বিপদ এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে মোকাবিলা করতে যৌথ উদ্য়োগ নিয়ে আলোচনা হওয়ার কথা।


এই গোষ্ঠীর দুই গুরুত্বপূর্ণ সদস্য হল ভারত ও চিন। বর্তমানে, পূর্ব লাদাখে জোর সীমান্ত-সংঘাতে জড়িয়েছে এই দুই দেশ। সেই প্রেক্ষাপটে, এই সম্মেলন গুরুত্বপূর্ণ, কারণ, একই টেবিলে উপস্থিত থাকবেন ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রীরা।





তবে, সম্মেলনের বাইরে চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথেক আলাদা করে সাক্ষাতের কোনও সম্ভাবনা নেই। ভারত হাবভাবে তা বুঝিয়ে দিয়েছে। রাজনাথ সিংহ ট্যুইটে লেখেন, মস্কোয় পৌঁছলাম। রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে আছি।

ভারত ও চিন ছাড়াও এই গোষ্ঠীর বাকি সদস্যরা হল-- রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। এই সম্মেলনে অংশ নেবেন চিন ও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যথাক্রমে জেনারেল ওয়েই ফেঙ্গে ও পারভেজ খট্টক।


এখানে বলে রাখা প্রয়োজন, এর আগে গত জুন মাসেও মস্কো সফরে গিয়েছিলেন রাজনাথ। রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিক্টরি ডে-র ৭৫ তম বর্শপূর্তি উপলক্ষে আমন্ত্রিত ছিলেন রাজনাথ। সেখানে গিয়ে তিনি বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। ওই কুচকাওয়াজে অংশ নিয়েছিল ভারতীয় বাহিনীও।