উটি(তামিলনাড়ু) : ভারতে জঙ্গিদের খতম করা হবে। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গিদের মারবে ভারত। সন্ত্রাসবাদকে প্রশ্রয় ও ছায়াযুদ্ধ চালানোর জন্য নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর।


রবিবার ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ওয়েলিংটনের ফ্যাকাল্টি ও ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি নাম না করে পাকিস্তানকে একহাত নিয়ে বলেন, ভারতের কাছে দুটি যুদ্ধে হারের পর, আমাদের এক প্রতিবেশী দেশ ছায়াযুদ্ধ শুরু করেছে। ওদের রাষ্ট্রীয় নীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সন্ত্রাসবাদ। ওরা অস্ত্র, টাকা এবং জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ভারতকে টার্গেট করছে। 


তিনি আরও বলেন, সীমানায় চ্যালেঞ্জ সত্ত্বেও আজ দেশবাসী এব্যাপারে আত্মবিশ্বাসী যে, ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করা হবে না। এই বিশ্বাসটা এখন দৃঢ় হচ্ছে যে, ভারত শুধুমাত্র নিজেদের দেশে সন্ত্রাসকে খতম করবে তা-ই নয়, প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গিদের মারতেও দ্বিধা বোধ করবে না। আমি সশস্ত্র বাহিনীকে স্যালিউট জানাতে চাই, কারণ ওরা প্রতিবেশী দেশকে পরাস্ত করেছে। এই প্রতিবেশী দেশটি আমাদের দেশকে টার্গেট করেছিল।


এদিকে তালিবান ক্ষমতায় আসার পরই ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ কী হতে চলেছে তা নিয়ে জলঘোলা চলছেই। এপ্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আফগানিস্তানে পরিবর্তিত সমীকরণে বদল ভারতের জন্য একটি চ্যালেঞ্জ। ১৫ অগাস্ট তালিবানদের ক্ষমতা গ্রহণের পর থেকে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সেই কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।


রাজনাথ সিংয়ের কথায়, "আফগানিস্তানের সঙ্গে সমীকরণ পরিবর্তন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই পরিস্থিতিগুলি আমাদের দেশকে নতুন করে কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। আমরা আমাদের কৌশল পরিবর্তন করছি।" তিনি বলেন, "প্রতিরক্ষা মন্ত্রক অত্যন্ত গুরুত্ব সহকারে গোষ্ঠী গঠনের কথা বিবেচনা করছে। যুদ্ধের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গোষ্ঠীগুলি কেবল দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা দেবে না বরং সমন্বিত যুদ্ধ ইউনিটের সংখ্যাও বাড়াবে।"