হেডিংলে: অস্ট্রেলিয়া সিরিজে অ্যাডিলেড টেস্টের পর একাদশে এসেছিলেন। সেই থেকে উইকেটের পেছনে টেস্টে ঋষভ পন্থই অটোমেটিক চয়েস ভারতীয় দলের। অজিদের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপর ঘরের মাঠে ইংল্য়ান্ড সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সবেতেই দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যানকেই একাদশে দেখা গিয়েছে। কিন্তু ইংল্য়ান্ডের বিরুদ্ধে পরপর ৩ টেস্টে ব্যাট হাতে ব্যর্থতাই সঙ্গী। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিমানকে ফেরানোর দাবি উঠেছে ভারতীয় দল।


হেডিংলে টেস্টে হারের পরই সোশ্যাল মিডিয়ায় পন্থের পরিবর্তে ঋদ্ধিকে ফেরানোর দাবি উঠেছে। ট্যুইটারে একজন লিখেছেন, 'এবার সময় এসেছে ঋদ্ধিকে প্রথম একাদশে ফিরিয়ে আনার। সাহারও সমান সুযোগ পাওয়া উচিত, যেমন পন্থ পেয়েছেন।' আর একজন লিখেছেন, 'ঋদ্ধিকে ফেরানো হোক প্রথম একাদশে পরের ম্যাচে।'


 






আর একজন তো আবার একদশ সাজিয়ে দিয়েছেন পরের টেস্টের জন্য। সেখানে প্রথম একাদশে তিনি হনুমা, ঋদ্ধি, শার্দূল ও অশ্বিনকে প্রথম একাদশে অন্তর্ভূক্তির দাবি তুলেছেন। আর একজন আবার প্রথম একাদশে ওভালে ইশান্তের বদলি হিসেবে অশ্বিনকে চেয়েছে। রাহানের বদলি হিসেবে ময়ঙ্ক ও সূর্যকুমারের মধ্যে একজনকে খেলাতে চেয়েছেন। ঋদ্ধিমানকে পন্থের বদলি হিসেবে চেয়েছেন তিনি।


 






চলতি ইংল্যান্ড সিরিজে পন্থের ব্যাটে রানের খরা। তিনটি টেস্টে ৫টি ইনিংস পেয়েছিলেন। তাতে ঋষভ পন্থের রান ২৫, ৩৭, ২২, ২ ও ১। সব মিলিয়ে ৮৭ রান। গড় ১৭.৪।