কলকাতা: পরিকল্পনা ছাড়াই বিস্ফোরণ নাকি গোটা ঘটনাটাই ঘটেছে একেবারে পরিকল্পনা করে? দিল্লি বিস্ফোরণ নিয়ে উঠে আসছে একের পর এক তথ্য। আর আজ, ফের নতুন তথ্য উঠে এল দিল্লি বিস্ফোরণ নিয়ে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দিল্লি বিস্ফোরণকাণ্ডে উঠে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য। দিল্লি পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার করা হয়েছে 9mm পিস্তলের ২টি কার্তুজ। উদ্ধার করা হয়েছে ১টি কার্তুজের খোল। যদিও দিল্লি পুলিশ জানাচ্ছে, 'কার্তুজ মিললেও ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোনও বন্দুক'। কেন বিস্ফোরণস্থলে এই কার্তুজগুলি ছিল, খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সাধারণ মানুষ এই 9mm পিস্তল ব্যবহার করার অনুমতি পান না। সশস্ত্র বাহিনীর কাছেই কেবলমাত্র এই অনুমতি থাকে এই পিস্তল ব্যবহার করার। অন্য কেউ এই পিস্তল ব্যবহার করতে চাইলে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। কেন বিস্ফোরণস্থলে এই কার্তুজগুলি ছিল খতিয়ে দেখছে পুলিশ। কোনও বন্দুক ছিল কিনা খুঁজে দেখা হচ্ছে। বিস্ফোরণের আগে আরও কোনও হামলার পরিকল্পনা ছিল কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

অন্যদিকে দিল্লি বিস্ফোরণকাণ্ডে হাওয়ালার মাধ্যমে টাকা এসেছে বলে অনুমান তদন্তকারীদের। সূত্রের খবর, ২০ লক্ষ টাকা লেনদেনের খবর পাওয়া গেছে। জঙ্গি গোষ্ঠী জৈশের হ্যান্ডলার থেকে টাকা এসেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর।  বিস্ফোরণে অভিযুক্ত চিকিৎসক মুজাম্মিল শাকিল, আদিল আহমেদ রাথরে, শাহিন শাহিদ ও উমর-উন-নবির কাছে টাকা পৌঁছেছিল। টাকার হিসেব নিয়ে উমর-উন-নবির সঙ্গে মুজাম্মিল শাকিলের বিরোধ বেঁধেছিল বলেও সূত্রে খবর। গোয়েন্দাদের অনুমান  IED তৈরির জন্য গুরুগ্রাম ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে ২০ কুইন্টালের বেশি এনপিকে সার কেনা হয়, যার দাম ৩ লক্ষ্য টাকা। 

Continues below advertisement

আরও জানা যাচ্ছে, দিল্লি বিস্ফোরণকাণ্ডে একের পর এক চিকিৎসকের নাম জড়াচ্ছে। এবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ থেকে হরিয়ানার মহিলা ডাক্তারকে আটক করল জম্মু ও কাশ্মীর পুলিশের গোয়েন্দা শাখা CIK। গোয়েন্দা সূত্রে খবর, প্রিয়াঙ্কা শর্মা নামে ২৯ বছর বয়সি চিকিৎসক হরিয়ানার রোহতকের বাসিন্দা। জিএমসি অনন্তনাগের ফাইনাল ইয়ারের ছাত্রী প্রিয়াঙ্কা। চিকিৎসক খালিদ আজিজের বাড়িতে ভাড়া থাকতেন তিনি, সেখান থেকেই তাঁকে আটক করা হয়। তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। 

গতকালই জম্মু-কাশ্মীরের দক্ষিণ শ্রীনগরের নওগ্রাম থানার সামনে মৃত্যু হয়, এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।