নয়া দিল্লি: গত সপ্তাহে চিকিৎসক আহমেদ মহিউদ্দিনকে গ্রেফতার করে গুজরাত পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়ার্ড বা ATS. সূত্রের দাবি গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে ৪ কেজি রাইসিন তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পারেন, ফাস্ট ফুডের দোকান চালাতেন চিকিৎসক আহমেদ মহিউদ্দিন। পাশাপাশি চলত, রাইসিন তৈরির চেষ্টা। 

Continues below advertisement

সোমবার লালকেল্লার কাছে বিস্ফোরণে কি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে? তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি, তারই মধ্যে প্রশ্ন উঠছে। ভয়ঙ্কর জৈব মারণাস্ত্র তৈরির ছক কষছিল জঙ্গিরা? গত ৭ নভেম্বর গুজরাতের কলোল থেকে চিকিৎসক আহমেদ মহিউদ্দিনকে গ্রেফতার করে গুজরাত পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়ার্ড বা ATS।

সূত্রের দাবি, গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে ৪ কেজি রাইসিন তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকেই তদন্তকারীদের সন্দেহ তৈরি হয় এবং জিজ্ঞাসাবাদে উঠে আসে মারাত্মক তথ্য। কিন্তু বিষয় হল কী এই 'রাইসিন'?

Continues below advertisement

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC) এটিকে ‘গ্রেড বি বায়োলজিক্যাল ওয়েপন  এজেন্ট’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। একইসঙ্গে, ‘কেমিক্যাল ওয়েপনস কনভেনশন’-এর অধীনে এটি ‘স্কেডিউল–ওয়ান’ অস্ত্র হিসেবেও চিহ্নিত। যা খুব অল্প পরিমাণে খাবারে মিশিয়ে গণহত্যা চালানো সম্ভব।                                                    

সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পারেন, চিন থেকে ডাক্তারি পাস করে আসার পর চিকিৎসাকে পেশা হিসেবে বেছে না নিয়ে ফাস্ট ফুডের দোকান চালাতেন চিকিৎসক আহমেদ মহিউদ্দিন। পাশাপাশি চলত, রাইসিন তৈরির চেষ্টা। ইতিমধ্যেই আহমেদাবাদ, লখনউ, দিল্লিতে রেকি করেছিল মহিউদ্দিন ও তার গ্যাং। ধৃত চিকিৎসকের হায়দরাবাদের বাড়িতে হানা দেয় গুজরাত ATS. সূত্রের খবর সেখান থেকে 'রাইসিন' বানানোর সরঞ্জাম ও মেশিন উদ্ধার হয়েছে।

দিল্লি বিস্ফোরণের পর নিরাপত্তার কড়াকড়ি। দিল্লির বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। পর্যটকদের জন্য় বন্ধ করে দেওয়া হয়েছে লালকেল্লা। কর্মীদের জন্য ইস্যু করা হয়েছে গেটপাস।  বিস্ফোরণের পর পর্যটকদের জন্য ৩ দিন লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।