নয়া দিল্লি: বোমা আতঙ্কে ঘুম উড়ল দিল্লিতে (Delhi School Bomb Threat)। রাজধানীর গ্রেটার কৈলাস এলাকায় একটি স্কুলে ই-মেলে বোমা-হুমকি আসে। বিস্ফোরণ করিয়ে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। ওই ই-মেল পাওয়ার পরেই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। ANI সূত্রের খবর, দিল্লি পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখনও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে দিল্লি পুলিশের তরফে।  


গ্রেটার কৈলাসের ওই স্কুলে যে ই-মেল এসেছিল তাতে হুমকি দিয়ে লেখা হয়েছিল, গতকাল স্কুলে বিস্ফোরত লাগিয়ে রাখা হয়েছে। আজ সেটির বিস্ফোরণ হবে। 


দিল্লিতে এমন হুমকির ঘটনা প্রথম নয়। এর মাসখানেক আগেও দিল্লি ও লাগোয়া এলাকায় এমনই একটি ঘটনা ঘটেছিল। তবে তার ভৌগোলিক ব্যপ্তি আরও অনেকটা বেশি ছিল। সেবার অন্তত ১৫০ স্কুল ই-মেলে এমন বোমা হুঁশিয়ারি পেয়েছিল। সেই সময় সন্দেহ করা হয়েছিল, দেশের বাইরে থেকে এই ইমেল করা হয়েছে। কারণ IP অ্যাড্রেস খুঁজে ওই ইঙ্গিতই মিলেছিল। 


এদিন স্কুলে যে বোমা নিয়ে হুমকি ই-মেল এসেছিল, তারপর ওই স্কুলে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখে পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত কোনও বোমা পাওয়া যায়নি। কিন্তু দেশের রাজধানীতে বারবার এমন ঘটনায় উঠছে প্রশ্ন। স্কুলের মতো জায়গায় যেখানে এত পড়ুয়া রোজ যাতায়াত করে, সেখানে এমন ভুয়ো ই-মেল পাঠিয়ে আতঙ্ক তৈরি করলে ঘটতে পারে বড় কোনও বিপদ। শুধু পড়ুয়াই নয়, তার সঙ্গে অভিভাবকদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রবল উদ্বেগে পড়ে স্কুল কর্তৃপক্ষও।


 






 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ১৮০০০ কর্মী ছাঁটাই করবে Intel, ক্ষতি সামাল দিতে কোপ চাকরিতে