নয়াদিল্লি: বর্ষবরণের রাতে দিল্লিতে ভয়াবহ ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক তরুণী। মত্ত যুবকদের গাড়ি তীব্র বেগে এসে ধাক্কা মারে স্কুটার আরোহী তরুণীকে। এখানেই শেষ নয়, স্কুটারটিকে ধাক্কা মেরে টেনেহিঁচড়ে অন্তত ৮ কিলোমিটার নিয়ে যায় ঘাতক গাড়িটি। গাড়িচালক-সহ অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। 


নতুন বছরের সকালেই দিল্লিতে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, ঘাতক গাড়িটিতে পাঁচজন ছিল বলে খবর। দিল্লির সুলতানপুরী এলাকায় রবিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। স্কুটারে এত জোরে ধাক্কা মেরেছিল গাড়িটি যে ওই তরুণী গাড়ির সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন, সেই অবস্থাতেই অন্তত ৮ কিলোমিটার চলে যায় গাড়িটি। 


কীভাবে খবর মিলল: 
এএনআই সূত্রের খবর, পুলিশ কন্ট্রোল রুম প্রায় ভোর সাড়ে তিনটে নাগাদ এই খবর পায় যে একটি দেহকে একটি গাড়ি টেনেহিঁচড়ে নিয়ে চলে যাচ্ছে। তারপরে আবার চারটের পর পুলিশ খবর পায় যে রাস্তায় এক মহিলার দেহ পড়ে রয়েছে। তারপরেই দেহ উদ্ধার করে পুলিশ, শুরু হয় ঘাতক গাড়ির খোঁজ। গাড়ির নম্বরের খোঁজ মিলিয়ে পরে ধরা পড়ে অভিযুক্তরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুলিশ জানিয়েছে অভিযুক্তদের দাবি তাঁদের গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছিল ঠিকই, কিন্তু দেহটি যে গাড়ির সঙ্গে আটকে গিয়েছে তা তাঁরা বুঝতে পারেনি। 


দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল দাবি করেছেন, গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শারীরিক পরীক্ষা করা হবে। চালক মত্ত অবস্থায় ছিল কিনা তা জানতেও পরীক্ষা করা হবে।


 






সংবাদ সংস্থা সূত্রের খবর, নিহত তরুণী পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। বাড়িতে তাঁর মা, তিন বোন ও দুই ভাই রয়েছে। কয়েকবছর আগে তাঁর বাবা মারা গিয়েছিলেন।


আরও পড়ুন: কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত ৫০টি স্মৃতিসৌধ 'উধাও'! কীভাবে সম্ভব?