পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আবাস-বিতর্কে বিডিও-কে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক। গতকাল দলীয় সভা থেকে রীতিমতো হুমকির সুরে বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিও-কে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।' এক বিধায়কের মুখে ব্লক স্তরের প্রশাসনের শীর্ষ কর্তার প্রতি এমন মন্তব্যের পর অস্বস্তিতে তৃণমূল। জেলা নেতৃত্বের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই মন্তব্য করেছেন বিধায়ক। উল্টোদিকে বিজেপির কটাক্ষ, আবাস যোজনা নিয়ে বিরোধীদের দাবিকেই সিলমোহর দিয়েছেন শাসকদলের নেতা। তৃণমূলের তরফে দাবি, প্রকৃত উপভোক্তারা যাতে বাড়ি পান, তার পক্ষেই সওয়াল করেছেন দলের বিধায়ক, সাফাই তৃণমূলের। 
  
কী বলেছেন বিধায়ক:
তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'কোনও দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায়, সেই বিডিও-র চাকরি থাকবে না।


ইতিমধ্য়েই নানা জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। তা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে সরগরম রাজ্য। কোথাও বামেদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, কোথাও বিজেপির অবস্থান-বিক্ষোভ। কোথাও বঞ্চনার অভিযোগ, কোথাও স্বজনপোষণের অভিযোগ, সমীক্ষায় বেনিয়ম করারও অভিযোগ উঠেছে। তা নিয়ে জেলায় জেলায় আছড়ে পড়ছে বিক্ষোভ। মুর্শিদাবাদের রানিনগর আর বর্ধমানের কালনায় পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসদকদল তৃণমূলের দিকে। পশ্চিম বর্ধমানের লাউদোহায়, তৃণমূল পরিচালিত জেমুয়া পঞ্চায়েতে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। এমন একটি পরিস্থিতি


এমন একটা আবহে আবাসে দুর্নীতির জন্য ঘুরিয়ে আমলাদেরই কাঠগড়ায় তুললেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। শনিবার তালডাংরা বাজারে আয়োজিত দলীয় সভা থেকে, আবাসে বেনিয়ম ইস্যুতে সরাসরি বিডিওকে নিশানা করেন তিনি। বিধায়ক বলেন, 'গরিব মানুষ ঘর পাক, এটা আমরা চাই। কোনও দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায়, সেই বিডিও-র চাকরি থাকবে না। আমি বিধানসভায় দাঁড়িয়ে সেই অফিসারের বিরুদ্ধে দোতলা ঘরের মালিককে বাড়ি দিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে সরকারি পদ থেকে আমরা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।  


বিজেপির কটাক্ষ: 
বিডিও-কে হুঁশিয়ারি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, 'ডিএম, বিডিওদের ক্ষমতা আছে এসব করার! তৃণমূলই নির্দেশ দিয়ে করিয়েছে। অরূপ চক্রবর্তীর এতদিনে সম্বিত ফিরেছে মানুষের ক্ষোভ দেখে। বিজেপির অভিযোগই মান্যতা পেল বিধায়কের বক্তব্যে।' কড়া সমালোচনা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।'


বিরোধীদের এই সমালোচনার মুখে দলীয় বিধায়কের মন্তব্যের সমর্থনেই ব্যাট ধরেছে তৃণমূল। কুণাল ঘোষ বলেন, 'ভুল কী বলেছে, ঠিকই তো বলেছে। এত বড় একটা সিস্টেম। ভুল হলে সবাই তৃণমূলকে গাল দিচ্ছে। এটা ৪ বছর আগের তালিকা। এর মধ্যে অনেক মানুষের আর্থ সামাজিক পরিস্থিতি বদলেছে। রাজ্য সরকার প্রকৃত গরিবদের বাড়ি দেওয়ার চেষ্টা করছে।'

আরও পড়ুন: 'তৃণমূলই সরকার, তৃণমূলই বিরোধী,' কুণাল-মন্তব্যে শুরু বিতর্ক