নয়া দিল্লি : নজরদারিতে শীর্ষে শহর নয়া দিল্লি। প্রতি বর্গ মাইলে নয়া দিল্লিতে ১৮২৬টি ক্যামেরা রয়েছে। যা বিশ্বের নিরিখে কোনও শহরে সবথেকে বেশি। Comparitech রিপোর্টে এমনই তথ্য প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে লন্ডন, সাংহাই, নিউ ইয়র্ক ও সিঙ্গাপুরের মতো বিশ্বের তাবড় তাবড় শহরগুলিকে ছাপিয়ে গিয়েছে নয়া দিল্লি। এই তালিকায় নয়া দিল্লি ছাড়াও, প্রথম কুড়ির মধ্যে রয়েছে ভারতের আরও দুটি শহর। সেগুলি হল- চেন্নাই(তৃতীয় স্থান) ও মুম্বই(১৮তম)। এই দুই শহরের প্রতি বর্গ মাইলে যথাক্রমে ৬১০ ও ১৫৭টি করে ক্যামেরা রয়েছে।
বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, প্রতি বর্গমাইলে সর্বাধিক সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপনের ক্ষেত্রে নিউইয়র্ক, লন্ডন এবং সাংহাইয়ের মতো মেগাসিটিগুলিকে ছাড়িয়ে গেছে রাজধানী শহর।
তিনি বিশ্বের সর্বাধিক নজরদারি থাকা শহরগুলির উপর ফোর্বস ইন্ডিয়ার একটি প্রতিবেদনের তুলে ধরেছিলেন। যা প্রতি বর্গমাইলে ১৮২৬.৬টি সিসিটিভি ক্যামেরা বিশিষ্ট নয়া দিল্লিকে শীর্ষে রেখেছে। এর পরই রয়েছে লন্ডন। যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে ১১৩৮টি। রিপোর্টে বলা হয়েছে, চেন্নাই ৬০৯.৯টি সিসিটিভি ক্যামেরা নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে এবং মুম্বই প্রতি বর্গমাইলে ১৫৭.৪টি ক্যামেরা নিয়ে ১৮তম স্থানে রয়েছে।
২০১৯ সালের জুন মাসে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন নয়া দিল্লি সরকার ঘোষণা করেছিল যে, অপরাধের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্য নিয়ে দিল্লিতে ৫৭০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১.৪ লক্ষ সিসিটিভি ক্যামেরা বসানো হবে। জানানো হয়েছে, এই নজরদারিতে যেসব ফিড আসবে তা সরাসরি RWA এবং মার্কেট অ্যাসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত করা হবে। এছাড়া পুলিশ এবং কমিউনিটি পুলিশিং অ্যাসোসিয়েশনের সঙ্গেও। সরকার আরও বলেছে , সমস্ত সিসিটিভির ফিড ভীষণভাবে নিরাপদ। এর হার্ডওয়্যার পর্যবেক্ষণের দায়িত্বে থাকছে কমিউনিটি এবং ফিডগুলি কেবলমাত্র অনুমোদিত ব্যবহারকারীরাই দেখতে পাবেন। এদিকে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) এই পদক্ষেপকে "গোপনীয়তার উপর হামলা" আখ্যা দিয়ে শহরে সিসিটিভি স্থাপন বন্ধ করতে মুখ্যমন্ত্রীর কাছে আইনি নোটিস পাঠিয়েছে।