নয়াদিল্লি: ফের কেঁপে উঠল রাজধানী। বৃহস্পতিবার সাতসকালে কম্পন অনুভূত হয় পশ্চিম দিল্লিতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৯টা ১৭ নাগাদ হঠাৎই কেঁপে ওঠে রাজধানী।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এদিন সকালে পশ্চিম দিল্লিতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৮। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল পশ্চিম দিল্লি। ভূমিকম্পের জেরে বাইরে বেড়িয়ে আসেন স্থানীয়রা। একমাসের মধ্যে ফের কেঁপে উঠল রাজধানী। যা নিয়ে চিন্তিত দিল্লিবাসী।
উল্লেখ্য, গত কয়েক মাসে উত্তর ভারত সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ঘন ঘন ভূকম্প হচ্ছে। গত বছর ১৮ ডিসেম্বর ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ আশেপাশের এলাকা। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত ১২ টা ছুঁই ছুঁই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। গুরুগ্রামের ৪৮ কিমি দক্ষিণ পশ্চিমে এই কম্পনের কেন্দ্রস্থল ছিল।
পাশাপাশি মণিপুর এবং অরুণাচল প্রদেশে গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির রিপোর্ট অনুযায়ী, মণিপুরে গত বছর ১১ মে, ২৫ মে, ২৮ জুন, ৭ আগস্ট, ১১ অগাস্ট এবং ৩১ আগস্ট ভূমিকম্প হয়েছে। তেমনি অরুণাচল প্রদেশে গত বছর ৭ এপ্রিল, ১৭ এপ্রিল, ১৭ মে, ৩০ জুলাই এবং ১২ আগস্ট ভূমিকম্প হয়েছে। এছাড়া, মিজোরাম এবং অসমেও একাধিকবার ভূমিকম্প হয়েছে। এত ঘনঘন ভূমিকম্প চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে।
Delhi Earthquake: কম্পনের তীব্রতা ২.৮, সাতসকালে কেঁপে উঠল দিল্লি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2021 10:44 AM (IST)
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির জানিয়েছে, এদিন সকালে পশ্চিম দিল্লিতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৮।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -