নয়াদিল্লি: করোনা সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। নয়া গাইডলাইনে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সংশ্লিষ্ট বিধি সহ কন্টেনমেন্ট জোন মানার নির্দেশ দিয়েছে। কেন্দ্র জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই গাইডলাইন মানতে হবে।

গাইডলাইনে বলা হয়েছে-

১. আগের মতোই কনটেনমেন্ট জোনগুলিতে কড়া নজরদারি চালানো হবে। প্রযোজন অনুযায়ী জেলা স্তরে নজরদারি বাড়বে। কনটেনমেন্ট জোনে নজরদারি চালাবে স্থানীয় প্রশাসন এবং পুলিশ।

২. করোনা সংক্রমণ রুখতে যে নিয়মবিধি আগে জারি করা হয়েছে, তা কড়াভাবে মেনে চলতে হবে। কেন্দ্রের পক্ষ থেকে প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

৩. কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সুইমিং পুল ব্যবহারে আগামী মাস থেকে আর কোনও রকম নিষেধাজ্ঞা রইল না। এছাড়া ৫০ শতাংশ নয়, সিনেমা হলগুলোতে আরও দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছে। এছাড়া বিমানযাত্রার ক্ষেত্রেও মিলবে বেশ কিছু ছাড়। স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া এই নির্দেশিকা কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। জারি থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

৪. কনটেনমেন্ট জোনগুলির বাইরে সব রকম পরিষেবা চালু থাকবে। কোনও বদ্ধ জায়গায় ২০০ জন নিয়ে এই জমায়েত করা যাবে।

৫. অন্তঃরাষ্ট্র এবং আন্তঃরাজ্য যাতায়াতে কোনও বাধা নেই। পণ্য পরিবহনের ক্ষেত্রেও কোনও বাধা থাকবে না। আলাদা করে কোনও অনুমতির প্রয়োজন নেই।

৬. ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি সহ অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং ১০ বছরের কম বয়সী শিশুদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

৭. আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক।