নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতেই বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত এক্সিট পোলের গতিপ্রকৃতি, পূর্বাভাস দেখে দলীয় নেতাদের বৈঠক ডাকলেন অমিত শাহ। সন্ধ্যা সাড়ে আটটায় পন্ডিত পন্থ মার্গে বৈঠক ডাকেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা এই বৈঠকে বিজয় গোয়েল, হরদীপ সিংহ, নিত্য়ানন্দ রাই, প্রকাশ জাভরেকর সহ বিজেপি নেতারা থাকছেন বলে খবর। থাকতে পারেন বিজেপি সভাপতি জে পি নড্ডাও। দিল্লিতে বিজেপি সদর দপ্তরের বৈঠকে দিল্লির সব দলীয় সাংসদকেও তিনি ডেকেছেন। প্রসঙ্গত, রাজধানীর সাতটি লোকসভা আসনই এখন বিজেপির দখলে।
একাধিক নির্বাচন সমীক্ষক সংস্থার পূর্বাভাস হল, আবার দিল্লিতে ঝাড়ু-ঝড় তুলে মসনদ দখল করছেন অরবিন্দ কেজরিবাল, এই নিয়ে তৃতীয়বার। ৫০টির বেশি আসন পেয়ে ক্ষমতা ধরে রাখতে চলেছে আপ, বিজেপি পেতে পারে বড়জোর ১৫টি আসন। ২০১৫-য় আপ ৭০টির মধ্য়ে ৬৭টি পেয়েছিল, বিজেপি জিতেছিল ৩টি। এবার হয়তো তাদের আসন কিছু বাড়বে। তবে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লি অধরা থেকে যাওয়া নরেন্দ্র মোদি, অমিত শাহের কাছে ধাক্কা হতে পারে বলে মত পর্যবেক্ষকদের। শাহের ডাকা বৈঠকে কেন দিল্লিতে একাধিক এক্সিট পোলের বক্তব্য অনুসারে ক্ষমতা দখল সম্ভব হচ্ছে না, তা নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
দিল্লিতে খারাপ ফল করছে দল, এক্সিট পোলের পূর্বাভাস বেরতেই এমপি-নেতাদের বৈঠকে ডাকলেন অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2020 08:18 PM (IST)
একাধিক নির্বাচন সমীক্ষক সংস্থার পূর্বাভাস হল, আবার দিল্লিতে ঝাড়ু-ঝড় তুলে মসনদ দখল করছেন অরবিন্দ কেজরিবাল, এই নিয়ে তৃতীয়বার। ৫০টির বেশি আসন পেয়ে ক্ষমতা ধরে রাখতে চলেছে আপ, বিজেপি পেতে পারে বড়জোর ১৫টি আসন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -