পচেস্ট্রম: আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল। চারবারের চ্যাম্পিয়ন ভারতের সামনে এই প্রথম ফাইনালে ওঠা বাংলাদেশ। ধারে-ভারে, অতীতে রেকর্ডে এগিয়ে ভারত। কিন্তু বিশেষজ্ঞদের মতে, কালকের ম্যাচে বাংলাদেশকে হাল্কাভাবে নেওয়া উচিত নয় ভারতের। কারণ, প্রিয়ম গর্গদের মতোই এবারের বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি আকবর আলির দল। ফলে কাল উত্তেজক লড়াই হতে পারে।
গ্রুপ এ-র নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপানের বিরুদ্ধে তিনটি ম্যাচই জেতে ভারত। এরপর সুপার লিগ কোয়ার্টার ফাইনালে সহজেই অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারিয়ে দেয় ভারত। সেমি-ফাইনালে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন যশস্বী জয়সোয়ালরা।
অন্যদিকে, গ্রুপ সি-তে জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। সুপার লিগ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে দেয় বাংলাদেশ। এরপর সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দেন মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়রা।
অধিনায়ক প্রিয়ম ছাড়াও ফাইনালে ভারতের অন্যতম ভরসা দুই ব্যাটসম্যান যশস্বী ও দিব্যাংশ সাক্সেনা। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। অথর্ব আঙ্কোলেকর, রবি বিষ্ণোই, কার্তিক ত্যাগীরা ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন।
বাংলাদেশও পিছিয়ে নেই। জয়, হৃদয় সেমি-ফাইনালে দারুণ পারফরম্যান্স দেখান। তাঁদের কাছ থেকে একইরকম পারফরম্যান্সের আশায় দল। পচেস্ট্রমে পরপর ম্যাচ খেলার কারণে এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত হয়ে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁরা আশা করছেন, এর সুবিধা পেতে পারেন।
কাল ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা থেকে খেলা শুরু হবে। আবহাওয়ার পূর্বাভাস অবশ্য আশাব্যঞ্জক নয়। কাল খেলার সময় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে টস গুরুত্বপূর্ণ হতে পারে।
কাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল, পঞ্চমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারত, হিসেব উল্টে ইতিহাস গড়ার আশায় বাংলাদেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2020 05:48 PM (IST)
কাল ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা থেকে খেলা শুরু হবে।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -