নয়াদিল্লি : 'উন্নয়ন ও সুপ্রশাসনের জয়।' দিল্লিতে বিজেপির বিশাল জয়লাভের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখলেন, "বিজেপিকে ঐতিহাসিক জয় দেওয়ার জন্য আমার সব ভাই-বোনকে অভিবাদন ও অভিনন্দন। আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দিল্লির সার্বিক উন্নয়নে চেষ্টার কোনও খামতি রাখব না বলে আপনাদের গ্যারান্টি দিচ্ছি। এখানকার মানুষের জীবন আরও উন্নত করব। এর পাশাপাশি এটাও নিশ্চিত করব যে, উন্নত ভারত গঠনে দিল্লি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।"
তাঁর সংযোজন, "বিজেপি সব কর্মীর জন্য আমি খুবই গর্বিত। এই বিশাল জয়লাভের জন্য তাঁরা দিনরাত এক করে কাজ করেছেন। এবার আমরা দিল্লির মানুষের সেবায় আরও শক্তিশালী হয়ে নিজেদের উৎসর্গ করব।"
দিল্লিতে ক্ষমতা দখলের পর এক্স হ্যান্ডেলে অরবিন্দ কেজরিওয়ালকে খোঁচা দিতে ছাড়লেন না মোদির সেকেন্ড-ইন-কম্যান্ড অমিত শাহ। দিল্লির ভোটাররা কেজরিওয়ালের 'শিশমহল' ভেঙে দিয়েছেন বলে আক্রমণ শানান তিনি । পাশাপাশি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী দিল্লির মানুষের হৃদয়ে রয়েছেন।" শাহ লেখেন, "যাঁরা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, দিল্লির মানুষ তাঁদের সবক শিখিয়েছেন। এটা তাঁদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে যাঁরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন।"