Delhi Elections Exit Poll : 'মানুষ কেজরিওয়ালের ১১ বছরের শাসনকে প্রত্যাখ্যান করেছেন', প্রতিক্রিয়া বিজেপি সাংসদের

Delhi Election Exit Poll Live : ফের কি ক্ষমতায় AAP, নাকি BJP বা কংগ্রেস করতে পারে কিস্তিমাত ? ৭০ টি আসনে ভোটগ্রহণের পর সেই সংক্রান্ত বিশ্লেষণ জানতে চোখ রাখুন এবিপি লাইভ বাংলার এই প্রতিবেদনে।

ABP Ananda Last Updated: 05 Feb 2025 08:31 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি : দিল্লি বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ। সকাল ৭টায় ভোট শুরু হয়, ৬টা পর্যন্ত ভোটগ্রহণের সময়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয়মন্ত্রী এস জয়শঙ্কর, AAP-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের সনিয়া গান্ধী,...More

Delhi Elections Exit Poll : 'মানুষ কেজরিওয়ালের ১১ বছরের শাসনকে প্রত্যাখ্যান করেছেন', প্রতিক্রিয়া বিজেপি সাংসদের

"সব এক্সটি পোলের রেজাল্ট বলছে, বিজেপি লিড করছে। আমরা সেটাই বলছি যে, দিল্লিতে বিজেপি সরকার গড়তে চলেছে। মানুষ অরবিন্দ কেজরিওয়ালের ১১ বছরের শাসনকে প্রত্যাখ্যান করেছেন।" প্রতিক্রিয়া বিজেপি সাংসদ যোগিন্দর চাণ্ডোলিয়ার।