নয়াদিল্লি : গত কিছুদিনের অবিরাম বৃষ্টি। জলের তোড়ে বেশ কয়েক জায়গায় যমুনার পাড়ে ভাঙন। সবমিলিয়ে জলের তলায় রাজধানী। নয়াদিল্লির বিস্তৃর্ণ এলাকায় জল খানিকটা নামলেও এখনও তা বিপদসীমার থেকে বেশি হয়েই বইছে একাধিক জায়গাতে। এই অবস্থাতে রাজধানী ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লিবাসীর উদ্দেশে সতর্কবার্তা শুনিয়ে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) জমা জলে নাগরিকদের সাঁতার কাটা বা সেলফি তোলা থেকে বিরত থাকার আবেদন জানালেন। দিল্লির মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, এখনও বন্যার (Delhi Floods) পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। তাই এভাবে জমা জলে সাঁতার কাটা, সেলফি তোলা বিপদ ডেকে আনতে পারে।


প্রবল বৃষ্টিতে জল জমে ও যমুনা নদীর জলস্ফীতীর জেরে দিল্লি একাধিক জায়গা এখনও প্রবলভাবে জলমগ্ন। আর তার মাঝেই বন্যার জলেই সাঁতার বা সেলফির একাধিক ঘটনা ঘটছে। কয়েকটি তেমন ছবিও ভাইরাল হয়েছে। বন্যার জলে স্নান করতে নেমে তিন বালকের মৃত্যুর পর যে সতর্কবার্তা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী। উত্তর দিল্লির মুকুন্দপুর চকে যে ঘটনা ঘটেছিল। যারপরই সাঁতার বা সেলফি নিতে দিল্লিবাসীকে বারণ করলেন সেখানকার মুখ্যমন্ত্রী।


জলের তোড়ে ভেঙেছে যমুনার পাড়। আর বন্যার জলের তোড় এখনও যথেষ্ট বেশি বলেই দিল্লিবাসীকে সতর্ক করেছেন কেজরিওয়াল। জলস্তর বিপদসীমার থেকে এখনও ২ মিটার উঁচু দিয়ে বইছে দিল্লিতে। মাঝে প্রায় ১ মিটার মতো জলস্তর নামলেও বিপদ এখনও কাটেনি। দিল্লিতে জোরকদমে চলছে জল নামানোর কাজ। একাধিক জায়গা এখনও জলের তলাতেই রয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশের (Delhi Traffic Police) পক্ষ থেকে একাধিক জায়গাতেই করা হচ্ছে যান চলাচল নিয়ন্ত্রণ।


এদিকে বন্যা পরিস্থিতির মাঝেও জারি রয়েছে রাজনীতি ! দিল্লির মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে বিজেপি। এরমাঝেই দিল্লির আপ সরকার ও হরিয়ানার বিজেপি সরকারের মধ্যে চলছে জল নিয়ে চাপান-উতোর। পাশাপাশি গেরুয়া শিবিরের একাধিক নেতার দাবি, কেজরিওয়াল শুধু ট্যুইট করেন, আর কোনও কাজ করেন না। পাল্টা বিজেপিকে বন্যা পরিস্থিতির মাঝে রাজনীতির দাবি তুলেছে আম আদমি পার্টি। দিল্লির পাশাপাশি হিমাচল, উত্তরাখণ্ড, হরিয়ানা সহ উত্তর ভারতের এক বিস্তৃর্ণ অংশে গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণ হয়েছে।


আরও পড়ুন- বিনা লড়াইয়েই রাজ্যসভায় জয়ী বিজেপির ১ ও তৃণমূলের ৬ প্রার্থী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial