নয়াদিল্লি: চিকৎসক ও স্বাস্থ্যকর্মীদের নাম পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ করবে দিল্লি সরকার। মঙ্গলবার ট্যুইট করে এই ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কোভিডযুদ্ধে তাঁদের অবদানের জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এপ্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'এই বছরের পদ্ম পুরস্কারের জন্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নাম সুপারিশ করবে দিল্লি সরকার। আমরা যে ওনাদের প্রতি কৃতজ্ঞ তা জানাতেই এই সিদ্ধান্ত।' ট্যুইটে পদ্ম পুরস্কারের নাম সুপারিশের জন্য দিল্লিবাসীর কাছে আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। আগামী ১৫ অগাস্টের মধ্যে padmaawards.delhi@gmail.com-এ মেইল করে নিজেদের সুপারিশ জানাতে পারবেন দিল্লিবাসী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাদের নাম সুপারিশে রাখা হবে তার জন্য একটি স্ক্রিনিং কমিটি গড়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নাম বাছাই করবে এই স্ক্রিনিং কমিটি। পরে এই নামগুলি দিল্লি সরকারের কাছে পাঠানো হবে। শেষে তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবে দিল্লি গভর্নমেন্ট।
সম্প্রতি দেশের পদ্ম পুরস্কার বাছার অধিকার জনগণের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইট করে নরেন্দ্র মোদি বলেন, 'ভারতে বহু মেধাবী মানুষ রয়েছেন, যাঁরা নিচুতলায় ব্যতিক্রমী কাজ করছেন। প্রায়শই আমরা তাঁদের সম্পর্কে বেশিকিছু জানতে পারি না। আপনি কি অনুপ্রেরণা জোগানো এরকম কোনও ব্যক্তিকে চেনেন? এবার তাঁদের নাম পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করতে পারেন আপনিও। ১৫ সেপ্টেম্বরের মধ্যে https://padmaawards.gov.in-এ গিয়ে আপনার মনোনীত প্রার্থীর নাম জানান।'
দেশে ১৯৫৪ সাল থেকে দুটি সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া শুরু হয়। 'ভারতরত্ন' ছাড়াও 'পদ্ম সম্মান' সেই থেকে দেশবাসীর মনে জায়গা করে নিয়েছে।
এর মধ্যে পদ্ম সম্মানের তিনটি ভাগ রয়েছে-- পদ্মবিভূষণ, পদ্মভূষণ ছাড়াও পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের কাছে অত্যন্ত গৌরবের।
প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই পদক ও মানপত্র তুলে দেন রাষ্ট্রপতি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হয়। এবার সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নাম দেওয়ার সুপারিশ করতে চলেছে দিল্লি সরকার।