মুম্বই: ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল পর্নকাণ্ডে ধৃত রাজ কুন্দ্রার। ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বই পুলিশ আগেই রাজের ১২ লক্ষ ডলারে ১২১টি পর্ন ভিডিও লেনদেনের দিকে নজর দেয়।


উল্লেখ্য, আজই রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এদিন আদালতে তোলা হলে পুলিশ কোর্টে জানায়, রাজ কুন্দ্রার সিটি ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে রাজ কুন্দ্রার ১ কোটি ১৩ লক্ষ টাকার হদিশ পাওয়া গিয়েছে। গত ২৪ জুলাই বিদেশে টাকা পয়সা লেনদেনের বিষয়টি সামনে আসে। ইতিমধ্যে লেনদেন সংক্রান্ত চ্যাটও সামনে এসেছে।


অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গত সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও।  অন্যদিকে, রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি করে হদিশ মিলল গোপন আলমারি ও বেশ কিছু নথি ও কাগজপত্র। গত শনিবার পর্নকাণ্ডে অভিযুক্ত বিখ্যাত ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। ভিয়ান ইন্ডাস্ট্রি ও জেএল স্ট্রিমের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথি। এর আগেও পর্নগ্রাফি শ্যুটিং-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে রাজের অন্ধেরীর অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশের একটি দল।


সব মিলিয়ে, পর্নকাণ্ডে আরও বিপাকে রাজ কুন্দ্রা। পর্নকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, এমনটাই দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। রাজ কুন্দ্রার ৪ জন কর্মী সাক্ষী হতে তৈরি, খবর পুলিশ সূত্রে। রাজ কুন্দ্রার বিরুদ্ধে বহু তথ্য ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছেন ৪ জন কর্মী, এমনটাই দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। এই ঘটনায় প্রতারিতদের তদন্তে সাহায্য করার জন্য আর্জি জানিয়েছেন মুম্বই পুলিশের ক্রাইম বাঞ্চ। প্রতারিত হওয়ার  অভিযোগে ইতিমধ্যেই ক্রাইম বাঞ্চের দ্বারস্থ হয়েছেন একজন। কীভাবে পর্ন চক্র চলত, তার বিস্তারিত তথ্য এসেছে পুলিশের হাতে।