দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের অবস্থা স্থিতিশীল, হল প্লাজমা থেরাপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jun 2020 01:34 PM (IST)
স্বাস্থ্যমন্ত্রীর অফিস জানিয়েছে, এই মুহূর্তে তাঁর গায়ে জ্বর নেই। আগামী ২৪ ঘণ্টা আইসিইউ-তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
নয়াদিল্লি: করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের অবস্থা এখন স্থিতিশীল। গতকাল সাকেতের ম্যাক্স হাসপাতালে তাঁর প্লাজমা থেরাপি করা হয়েছে। সত্যেন্দ্র জানিয়েছেন, আগের থেকে তিনি ভাল আছেন। স্বাস্থ্যমন্ত্রীর অফিস জানিয়েছে, এই মুহূর্তে তাঁর গায়ে জ্বর নেই। আগামী ২৪ ঘণ্টা আইসিইউ-তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। ১৭ তারিখ সত্যেন্দ্র জৈনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রথমে তাঁকে দিল্লিতেই রাজীব গাঁধী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দেখা যায়, তাঁর নিউমোনিয়া হয়েছে। প্রচণ্ড জ্বর আর শ্বাসকষ্ট এরপর পাঠানো হয় ম্য়াক্স হাসপাতালে। প্রথমবার তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। পরের দিন ধরা পড়ে, তিনি করোনা পজিটিভ। শুধু সত্যেন্দ্র নন, কালকাজি এলাকার আম আদমি পার্টি বিধায়ক আতিশি মারলেনা ও প্য়াটেল নগরের আপ বিধায়ক রাজকুমার আনন্দের শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে।