কলকাতা: দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। বোমাতঙ্কের জেরে খালি করা হল দিল্লি হাইকোর্ট। বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে এসেছে ই-মেল। গোটা দিল্লি হাইকোর্ট খালি করিয়ে চলছে তল্লাশি।

শুনানি চলাকালীন এজলাস থেকে উঠে চলে গেছেন বিচারপতিরা। বোমাতঙ্কের জেরে এজলাস ছেড়েছে বাদি-বিবাদী দু'পক্ষ। হাইকোর্ট চত্বরের বাইরে দাঁড়িয়ে আছেন বিচারপতি ও কৌঁসুলিরা। আপাতত দিল্লি হাইকোর্টে সমস্ত শুনানি বন্ধ।                                                

কোর্টরুম ৩ -এ তিনটে বোমা রাখা আছে এমনটাই বলা হয়েছে ওই হুমকি ইমেলে। বিকেল ৩টের সময় বোমা বিস্ফোরণ হবে এমনটাই হুমকি দেওয়া হয়েছে।                                                       

চিঠিতে বলা হয়েছে, "পাকিস্তান আইএসআই সেলের সঙ্গে সংযোগ" উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে "বিচারকের চেম্বারে দুপুরের নমাজের কিছুক্ষণ পরেই বিস্ফোরণ ঘটবে।"

এদিকে, দিল্লির পর এবার বম্বে হাইকোর্টে বোমাতঙ্ক। বোমাতঙ্কের জেরে খালি করা হল বম্বে হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের মতই বম্বে হাইকোর্টের বিস্ফোরণের হুমকি দিয়ে মেল। 

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বোমা স্কোয়াড এবং দিল্লি পুলিশের দল হাইকোর্টে পৌঁছায়। বর্তমানে পুলিশ তল্লাশি করছে। কোনও সম্ভাব্য বিপদ এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বনিরাপত্তা সংস্থাগুলি মেইল প্রেরককে শনাক্ত করার চেষ্টা করছে। ঘটনাস্থলে বোমা স্কোয়াড, স্পেশাল সেল এবং দিল্লি পুলিশের বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে এবং পালাক্রমে চত্বরে তল্লাশি চালানো হচ্ছে। 

পুলিশ আশেপাশের এলাকাগুলিও সিল করে দিয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছে।