নয়াদিল্লি: দিল্লিতে ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ১৭ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। পাশাপাশি কাল থেকে রাজধানীর মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে কেজরিওয়াল সরকারের তরফে। 



দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। কিছুতেই বাগে আনা যাচ্ছে না গ্রাফ। এই নিয়ে রাজধানীতে পরপর ৩ বার লকডাউনের মেয়াদ বাড়ালো কেজরিওয়াল সরকার। রাজাধানীর কোভিড পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই গণটিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে ৩০০ ভ্যাকসিনেশন সেন্টারের পাশাপাশি তিন মাসের মধ্যে এই টিকাকরণের কাজ শেষ করতে চায় দিল্লি সরকার। শনিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনায় দফায় দফায় উচ্চপদস্থ বৈঠকও করেছে দিল্লি সরকার।


দিল্লিতে অক্সিজেন সঙ্কটের ছবি এর আগেই সামনে এসেছে। পাশাপাশি কালোবাজারি নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামলাতে কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছেন কেজরিওয়াল। দিল্লির পরিস্থিতি নিয়ে আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে কেন্দ্রকে।


তবে রাজধানীর বর্তমান পরিস্থিতি বলছে, অক্সিজেনের অভাব দূর করতে বেশ কয়েকটা সদর্থক পদক্ষেপ নিয়েছে কেজরিওয়ালের সরকার। সম্প্রতি হোম আইসোলেশেন থাকা ব্যক্তিদের জন্য অনলাইনে অক্সিজেন বুকিংয়ের ব্যবস্থা করেছে দিল্লি সরকার। জেলায় জেলায় দিল্লি পরিবহণের বাস ডিপোয় রাখা হয়েছে ২০টি করে অক্সিজেন সিলিন্ডার। দুর্গাপুরসহ বেশ কয়েকটি জায়গা থেকে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে গিয়েছে দিল্লিতে। 


সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই ৪০ লক্ষ ভ্যাকসিন পেয়েছে দিল্লি। যদিও সবাইকে টিকা দিতে আরও ২ কোটি ৬০ লক্ষ ভ্যাকসিন প্রয়োজন বলে জানিয়েছে কেজরিওয়াল সরকার। 


পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দিল্লিতে মোত সংক্রমিতের সংখ্যা ১৩,১০,২৩১। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,৩৬৪ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ৩৩২ জন। পাশাপাশি দিল্লিতে গত ১ দিনে কোভিডমুক্ত হয়েছেন ২০,১৬০ জন।