দিল্লি : রাজধানীতে করোনা সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ফের আরও ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়াল দিল্লির সরকার। রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে জানান, আগামী ৩ মে ভোর ৫টা পর্যন্ত দিল্লিতে লকডাউন জারি থাকব।


করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত ১৯ এপ্রিল প্রথম ৬ দিনের লকডাউন ঘোষণা করে কেজরিওয়াল সরকার। যা আগামী সোমবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, পরিস্থিতি বিচার করে তা আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



পরিসংখ্যান বলছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর দিল্লিতে সংক্রমণের হার ৩২ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে সংখ্যাটি ৩২.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪,১০৩ জন। ঊর্ধ্বমুখী মৃত্যুর গ্রাফও। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের ৷ রাজধানীতে লকডাউন থাকা সত্ত্বেও গত ৬ দিন করোনায় মৃতের সংখ্যা কমেনি। উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩,৪৯,৬৯১ জন।


দিল্লির হাসপাতালগুলোতে অক্সিজেনের সঙ্কট ইতিমধ্যেই চরমে পৌঁছে গিয়েছে। একের পর এক হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বহু রোগীর। সঙ্কট সামলাতে প্রধানমন্ত্রীর কাছে কার্যত করজোড়ে অক্সিজেনে জোগানের আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে আপাতত লকডাউনকেই হাতিয়ার করে কিছুটা হলেও সংক্রমণ বাগে আনতে চাইছে কেজরিওয়াল সরকার।


এদিকে নতুন একটি পরিসংখ্যান রাজধানীর বুকে উদ্বেগ আরও বাড়িয়েছে। দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরা দেখেছেন, এই মুহূর্তে দিল্লিতে একজন করোনা আক্রান্ত নয়জনকে সংক্রমিত করছেন। যেই পরিসংখ্যানটা গত বছর ছিল চার। ভাইরোলজিস্টরা বলছেন, ভারতের B.1.6.1.7 সহ আরও ভ্যারিয়েন্ট সংক্রমণ বাড়িয়ে দিয়েছে।


প্রসঙ্গত, ভারতে করোনা দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। পাশাপাশি বাইডেন প্রশাসনের তরফে দ্রুত সাহায্য পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী আজ এক রেডিও বার্তায় বলেছেন, করোনার প্রথম ঢেউয়ের সফলভাবে মোকাবিলা করার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু, এই ঝড় দেশকে নাড়িয়ে দিয়েছে।