Delhi MCD Results 2022 Live : 'দিল্লিবাসীকে অভিনন্দন, পরিবর্তন আনার জন্য ধন্যবাদ', মন্তব্য কেজরিওয়ালের
MCD Results 2022 : বিপুল জয়লাভের আশায় বুক বাঁধছে আম আদমি পার্টি। কারণ, একাধিক এক্সিট পোলেও সেরকমই ইঙ্গিত মিলেছে।
বিরাট জয়। বড় প্রাপ্তি এই জয়। কঠিন এই কাজে সফল হওয়ার জন্য কেজরিওয়াল জি'কে অভিনন্দন জানাতে চাই। দিল্লি পুর নিগমের ভোটে আপের জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রাক্তন ক্রিকেটার ও আপ সাংসদ হরভজন সিংহের।
দিল্লি পুরভোটে ২৫০ আসনের ফল ঘোষণা। ১৩৪ আসনে জিতে ক্ষমতা দখল আম আদমি পার্টির। ১০৪ আসনে জয় ভারতীয় জনতা পার্টির। কংগ্রেসের জয় ৯ আসনে। নির্দলরা জিতল ৩ আসনে।
"এই জয়ের জন্য দিল্লিবাসীকে অভিনন্দন। পরিবর্তন আনার জন্য তাঁদের ধন্যবাদ।" দিল্লি পৌরনিগম ভোটে জয় নিশ্চিত হওয়ার পর মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের।
একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিক্ট্রি সাইন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ কনভেনর অরবিন্দ কেজরিওয়াল, উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আপের ঝুলিতে এখনও পর্যন্ত ১৩২টি আসন, ১০৪টিতে জয়ী বিজেপি।
১৫ বছর পর ২৫০ আসনের দিল্লি পুরসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির। দিল্লি বিধানসভার পর এবার রাজধানীতে পুরসভাও দখলের পথে আপ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি পুরসভা দখলের খুব কাছে আপ। দিল্লি পুরসভায় আম আদমি পার্টি এখনও পর্যন্ত জিতেছে ১২৬টি আসনে। বিজেপি জিতেছে ৯৭টি আসনে। কংগ্রেস জিতেছে ৭টি আসনে।
"দিল্লিবাসীর কাছে উচিত জবাব পেয়েছে বিজেপি। উন্নয়নের জন্য যিনি কাজ করেন, তাঁকে ভোট দিয়েছেন দিল্লিবাসী। আমরা দিল্লিকে পৃথিবীর সবথেকে সুন্দর শহরে পরিণত করব।" মন্তব্য আপ সাংসদ রাঘব চাড্ডার।
১৫ বছর পর ২৫০ আসনের দিল্লি পুরসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির। দিল্লি বিধানসভার পর এবার রাজধানীতে পুরসভাও দখল করতে চলেছে আপ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি পুরসভা দখলের পথে আপ
১০৬ আসনে জয়ী আপ। এই খবর সামনে আসতেই দিল্লির পার্টি অফিসে উচ্ছ্বাসে মাতলেন আপ কর্মীরা। আরও ২৬টি আসনে এগিয়ে কেজরিওয়াল-বাহিনী।
"দিল্লি থেকে ১৫ বছরের কংগ্রেস সরকারকে উৎখাত করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লি পৌরনিগম থেকে ১৫ বছর ধরে ক্ষমতাসীন বিজেপিকে সরাবেন। বোঝাই যাচ্ছে যে, দিল্লির মানুষ ঘৃণার রাজনীতি পছন্দ করেন না। তাঁরা স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, স্বচ্ছতা ও পরিকাঠামোর জন্য ভোট দিয়েছে।" মন্তব্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের।
এক্সিট পোলের আভাস মতোই এগোচ্ছে আপ। ৩১টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করেছে কেজরিওয়াল-বাহিনী। এগিয়ে ১০১টিতে। অন্যদিকে, বিজেপি ইতিমধ্যেই ৩২টিতে জয়ী। এগিয়ে ৭৪টি আসেন।
দ্রুত এগোচ্ছে গেরুয়া শিবির। ১০টি আসনে জয়লাভ বিজেপির। ৬টিতে জয়ী আপ। এই মুহূর্তে ৯৬টি আসনে এগিয়ে বিজেপি, ১২১টিতে আপ।
২টি করে আসনে জয়লাভ করল বিজেপি ও আপ। এছাড়া ১১২টি করে আসনে এগিয়ে তারা। কংগ্রেস এগিয়ে রয়েছে ১২টি ও নির্দল ৪টি আসনে।
প্রাথমিকভাবে বিজেপি এগোলেও, এবার দ্রুত এগোচ্ছে আম আদমি পার্টি। কেজরি-বাহিনী ১০৯টি ও বিজেপি ১০৫টি আসনে এগিয়ে। কংগ্রেস ৯টিতে।
দ্রুত এগোচ্ছে বিজেপি। কড়া টক্কর আপের। ১০৬টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। অন্যদিকে, ৭৮টিতে আপ এবং কংগ্রেস ১০টিতে।
এই মুহূর্তে ট্রেন্ড অনুযায়ী, ৪৭টি আসনে এগিয়ে বিজেপি, ১২টিতে আপ ও একটিতে কংগ্রেস। ২৫০টি ওয়ার্ডে চলছে ভোটগণনা।
১৬টি আসনে এগিয়ে বিজেপি। ৬টিতে আপ এবং একটিতে কংগ্রেস।
২৫০টি ওয়ার্ডের ৪২টি গণনাকেন্দ্রে ভোট গণনা শুরু। কড়া নিরাপত্তায় চলছে ভোট গণনা
প্রেক্ষাপট
নয়া দিল্লি : আজ দিল্লি পৌরনিগমের ভোটের ফল ঘোষণা। জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি ও আপ উভয় দলই। বিপুল জয়লাভের আশায় বুক বাঁধছে আম আদমি পার্টি। কারণ, একাধিক এক্সিট পোলেও সেরকমই ইঙ্গিত মিলেছে। ভোটের গণনা শেষে জনাদেশ এবার তাদের পক্ষেই যাবে বলে মনে করছে কেজরিওয়াল বাহিনী। গত ১৫ বছর ধরে এখানে ক্ষমতায় রয়েছে গেরুয়া শিবির।
দিল্লি পৌরনিগমে ২৫০টি ওয়ার্ড রয়েছে। অর্থাৎ ক্ষমতা দখলের জন্য প্রয়োজন ১২৬টি আসনে জয়লাভ। গত রবিবার এখানে নির্বাচন হয়।
অধিকাংশ এক্সিট পোলে ইঙ্গিত মিলেছে, দিল্লির শাসক দল আম আদমি পার্টি এবার পৌরনিগমের ক্ষমতাও দখল করতে চলেছে। দ্বিতীয় স্থানে চলে যেতে পারে বিজেপি। Aaj Tak-এর এক্সিট পোল অনুযায়ী, ১৪৯ থেকে ১৭১টি ওয়ার্ডে জয়লাভ করতে পারে কেজরি-বাহিনী। অন্যদিকে, Times Now-এর এক্সিট পোল অনুযায়ী, ১৪৬ থেকে ১৫৬টি আসন পেতে পারে আম আদমি পার্টি।
Aaj Tak- বলছে, বিজেপি ৬৯ থেকে ৯১ আসন পেতে পারে। তবে, Times Now-এর তথ্য অনুযায়ী, ৮৪ থেকে ৯৪টি আসনে জয়লাভ করতে পারে গেরুয়া শিবির।
উভয় এক্সিট পোলেই একটা বিষয় কার্যত একমত দিয়েছে যে, কংগ্রেস ১০ বা তার কম আসন পেতে পারে। ২০১৭-র পৌরভোটে, বিজেপি ২৭০টি ওয়ার্ডের মধ্যে ১৮১টিতে জিতেছিল। অন্যদিকে, আপ পেয়েছিল ৪৮টি ও কংগ্রেস ২৭টি আসনে জয়লাভ করেছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -