Delhi MCD Results 2022 Live : 'দিল্লিবাসীকে অভিনন্দন, পরিবর্তন আনার জন্য ধন্যবাদ', মন্তব্য কেজরিওয়ালের

MCD Results 2022 : বিপুল জয়লাভের আশায় বুক বাঁধছে আম আদমি পার্টি। কারণ, একাধিক এক্সিট পোলেও সেরকমই ইঙ্গিত মিলেছে।

ABP Ananda Last Updated: 07 Dec 2022 04:37 PM

প্রেক্ষাপট

নয়া দিল্লি : আজ দিল্লি পৌরনিগমের ভোটের ফল ঘোষণা। জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি ও আপ উভয় দলই। বিপুল জয়লাভের আশায় বুক বাঁধছে আম আদমি পার্টি। কারণ, একাধিক এক্সিট পোলেও সেরকমই...More

MCD Results 2022 : কঠিন এই কাজে সফল হওয়ার জন্য কেজরিওয়াল জি'কে অভিনন্দন, প্রতিক্রিয়া হরভজন সিংহের

বিরাট জয়। বড় প্রাপ্তি এই জয়। কঠিন এই কাজে সফল হওয়ার জন্য কেজরিওয়াল জি'কে অভিনন্দন জানাতে চাই। দিল্লি পুর নিগমের ভোটে আপের জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রাক্তন ক্রিকেটার ও আপ সাংসদ হরভজন সিংহের।