নয়াদিল্লি: দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! স্টিফেন কোর্ট, বড়বাজারের ছায়া এবার দেশের রাজধানীতে। মূলত দিল্লির দ্বারকার সেক্টর ১৩-য় বহুতল আবাসনে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। দাউদাউ আগুন থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ বাবা ও ২ সন্তানের। কিন্তু শেষ রক্ষা হয়নি।৩ জনেরই মৃত্যু হয়েছে। দমকলের ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুন, 'RG কর-কাণ্ডে ঘটনার দিন যে ৪ জন নিহত চিকিৎসকের সঙ্গে ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ নয় কেন? '
প্রাণ বাঁচাতে বাবা ও ২ সন্তানের ঝাঁপ, শেষ রক্ষা হল না
এদিন সকালে দিল্লির দ্বারকার সেক্টর ১৩-য় বহুতল আবাসনে আগুন ছড়িয়ে পড়ে। ফোন যায় দমকলে। তৎক্ষণাত ঘটনাস্থলে এসে উদ্ধারকার্য শুরু করে। এক দমকল কর্মীর কথায়, আগুন অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। সাত তলার ফ্ল্যাট থেকে আগুনের শিখা বেরিয়ে আসছিল।উপরের ফ্ল্যাটগুলি কালো ধোঁয়ায় তখন আচ্ছন্ন'।এদিকে ততক্ষণে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। ওই আবাসনের সাত তলা থেকে এক ব্যক্তি তার ১০ বছর বয়সী সন্তানদের নিয়ে প্রাণ বাঁচাতে নীচে লাফ দেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনজনেরই মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়।
আগুনের দৃশ্য ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
দাউদাউ আগুনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পথচারীরা তাঁদের মোবাইলে সেই দৃশ্য ভিডিও করে। এদিকে স্থানীয়দের সাহায্য চেয়ে চিৎকার করতে শোনা যায়। 'হে ইশ্বর একটু দেখো ..' পুলিশের এক শীর্ষকর্তা বলেছেন, আবাসনের সকল বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইলেকট্রিসিটি ও PNG সংযোগের মতো সকল প্রয়োজনীয় পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।'এক স্থানীয় বাসিন্দা বলেন, যারা নীচ তলায় ছিলেন, তাঁরা দ্রুত সরে যেতে সক্ষম হন। তবে উপরের দিকে ফ্ল্যাটের বাসিন্দাদের বেরিয়ে আসাটাই কঠিন ছিল। আমরা কিছুজনকে বারান্দায় উঠে সাহায্যের বার্তা দিয়েছি।'
বাইশ সালে মর্মান্তিক অগ্নিকাণ্ডের মুখোমুখী হয়েছিল মুম্বইয়ের একটি বহুতল
বাইশ সালে মর্মান্তিক অগ্নিকাণ্ডের মুখোমুখী হয়েছিল মুম্বই। বাণিজ্যনগরীর এক বহুতল আবাসনের ১৮ তলায় বিধ্বংসী আগুন লেগেছিল। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন ৭ জন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে, প্রায় ১৫ জন মত অসুস্থ হয়ে পড়েছিলেন ।মুম্বইয়ের তারদেও এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটেছিল। সকাল ৭টা নাগাদ গাঁধী হাসপাতালের ২০ তলার ওই বহুতলের ১৮ তলা থেকে আগুন লাগার প্রকাশ্যে আসে। দেখতে না দেখতেই লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল চারিদিকে।