নয়াদিল্লি:  জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে দিল্লি রাজধানী অঞ্চল পর্যন্ত উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠল জোরাল ভূমিকম্পে। শুক্রবার পঞ্জাবের অমৃতসরে রিখটার স্কেলে ৬.১ মাত্রার কম্পন অনুভূত হয়। এর প্রভাব পড়ে দিল্লি পর্যন্তও। আতঙ্কে লোকজন ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। ভূমিকম্পের উৎস ছিল পঞ্জাবের অমৃতসরের ২১ কিমি দূরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তথ্য জানিয়েছে।


রাত ১০.৩৪ টা নাগাদ মাটির ১০ কিমি গভীর ভূমিকম্প হয়। জোরাল কম্পন অনুভূত হয় দিল্লি সব পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ট্যুইট করে লেখেন, দিল্লিতে কম্পন অনুভূত হয়েছে। প্রত্যেকের সুরক্ষা কামনা করছি।


পঞ্জাব, দিল্লি ছাড়াও হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, চণ্ডীগড় এবং জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে।


জানা গেছে, ভূমিকম্পের প্রথম উৎসকেন্দ্র ছিল তাজিকিস্তান। সেখানে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৩। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।


আইএমডি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎস ছিল তাজিকিস্তান। মাটির ৭৪ কিলোমিটার গভীরে ছিল এর উৎস।


জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট করে জানিয়েছেন, কম্পনের ফলে তিনিও বাড়ির বাইরে বেরিয়ে আসতে বাধ্য হন। কারণ, মাটি কাঁপছিল। তিনি লিখেছেন, এর আগে ২০০৫-এর ভূমিকম্পের সময় তিনি বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন। তারপর থেকে এবারই কম্পন অনুভূত হওয়ার পর বাড়ির বাইরে বেরিয়ে আসেন।তিনি লিখেছেন, একটা চাদর জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। ফোন নিতেও ভুলে গিয়েছিলাম। তাই ভূমিকম্প ট্যুইট করতে পারিনি। মাটি বেশ কাঁপছিল।


উত্তর ভারতের বিভিন্ন স্থানেই লোকজন নিরাপত্তার জন্য বাড়ির বাইরে বেরিয়ে আসেন। জম্মু ও কাশ্মীরে কয়েকটি বাড়ির দেওয়ালে চিড় ধরার খবর পাওয়া গিয়েছে।


তবে কোথাও বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ বলেছেনে, রাজ্যে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ ও প্রশাসন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ট্যুইট করে এ কথা জানিয়েছেন। প্রত্যেকের সুরক্ষা কামনা করেছেন তিনি।


হিমাচল প্রদেশের উনা, চাম্বা, ডালহৌসি কুলু,সিমলা ও অন্যান্য জায়গাতে জোরাল কম্পন অনুভূত হয়।হরিয়ানা, রাজস্থানের বিভিন্ন স্থানে এবং উত্তরপ্রদেশের মথুরাতেও কম্পন অনুভূত হয়।