কলকাতা: বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা, অত্যাচারের শিকার। তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে আসার চেষ্টা করতে গিয়ে পাকড়াও চার। চার বাংলাদেশিকে গ্রেফতার করল বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)।
সংবাদপত্র ‘প্রথম আলো’ সূত্রে খবর, গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা মণিরাম বর্মণ, তাঁর স্ত্রী, দম্পতির ছেলে এবং ওই এলাকারই এক তরুণ। BSF-এর কাছ থেকে অনুপ্রবেশের চেষ্টার খবর পেয়ে তৎপর হয় বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। গ্রেফতার করা হয় চারজনকে। এর আগে সীমান্ত পেরোনোর সময় ৫ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। এদের মধ্যে এক নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ সূত্রে খবর।
দিন দুয়ের আগে, ঢাকার মাটিতে দাঁড়িয়ে, বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গ তুলেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। যা কার্যত খারিজ করে দেয় বাংলাদেশ। শুধু তাই নয়, অভ্যন্তরীণ বিষয় বলেও সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিক্রম মিস্রি বলেন, "বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সংখ্য়ালঘুদের নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।'' পাল্টা বাংলাদেশের বিদেশসচিব বলেছিলেন, "এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের বিদেশ সচিবকে এও স্মরণ করিয়ে দিয়েছি যে, বাংলাদেশ অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য করার থেকে বিরত থাকে।''
ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হলেও, সেখানকার ভয়াবহ পরিস্থিতির কথা উঠে এসেছে, বাংলাদেশের রংপুরের ঠাকুরগাও গ্রামের বাসিন্দা জীবন বর্মনের মুখে। কট্টরপন্থী তাণ্ডব এবং হুমকির মুখে করোতোয়া নদী সাঁতরে এপারে, জলপাইগুড়ির রাজগঞ্জে আসেন বাংলাদেশি যুবক। তাঁকে আটক করে বিএসএফ। তুলে দেওয়া রাজগঞ্জ পুলিশের হাতে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Baruipur News: নাগরদোলায় চড়ে রিলস বানানোর চেষ্টা, পড়ে গিয়ে জখম দুই