লকডাউন পরিস্থিতিতে শাহীনবাগ থেকে আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2020 09:33 AM (IST)
দিল্লি পুলিশ জানায়, লক ডাউন চলাকালীন যে কোনও রকম জমায়েত বেআইনি। তাই প্রথমে আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করা হয়।
নয়াদিল্লি: লক ডাউন পরিস্থিতিতে দিল্লির শাহীনবাগের আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ। আজ দক্ষিণ পূর্ব দিল্লির ডিসিপি জানিয়েছেন, শাহীনবাগ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানায়, লক ডাউন চলাকালীন যে কোনও রকম জমায়েত বেআইনি। তাই প্রথমে আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করা হয়। তাঁরা অবস্থান তলে নিতে রাজি হননি। এরপর পুলিশই আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। শাহীনবাগ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। গত কয়েক মাস ধরে সিএএ বিরোধী অবস্থান-বিক্ষোভ চালাচ্ছিলেন শাহীনবাগের আন্দোলনকারীরা। অবস্থানের ১০১ দিন পর আজ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হল। ২ দিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল করোনা পরিস্থিতিতের জেরে দিল্লিতে লক ডাউনের ঘোষণা করেন।