নয়া দিল্লি: দিল্লিতে বিমান চলাচলে যান্ত্রিক ত্রুটির পর, নেপালেও একই রকম সমস্যা দেখা দিয়েছে। রানওয়ে লাইটের কারিগরি ত্রুটির কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর অফিসাররা জানিয়েছেন যে সমস্যাটি সমাধান না হওয়া পর্যন্ত বিমান চলাচল স্থগিত থাকবে।

Continues below advertisement

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরণের বিমান চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে। অফিসারদের মতে, রানওয়ে লাইটের কারিগরি সমস্যার কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরণের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে সমস্ত বিমান গ্রাউন্ডেড করা হয়েছে।

সমস্যাটি তদন্ত এবং সমাধানের জন্য বিমানবন্দরে কারিগরি দল মোতায়েন করা হয়েছে। অফিসাররা জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক বিমান চলাচল পুনরুদ্ধারের চেষ্টা চলছে। বিমানবন্দরের মুখপাত্র রেঞ্জি শেরপা এএনআইকে জানিয়েছেন যে রানওয়ের বিমানবন্দরের আলো ব্যবস্থায় সমস্যা রয়েছে। তিনি বলেন, "কমপ ক্ষে পাঁচটি ফ্লাইট বর্তমানে স্থগিত রয়েছে। সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আগমন এবং প্রস্থান দেরি হচ্ছে।" 

Continues below advertisement

উল্লেখযোগ্যভাবে, এর ঠিক এক দিন আগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেমে একইরকম প্রযুক্তিগত গোলযোগ দেখা গিয়েছিল, যাতে ৮০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছিল। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তি দলে থাকা বিশেষজ্ঞরা ত্রুটি নির্ণয় ও সারানোর কাজ শুরু করেছেন। প্রাথমিক অনুমান, ভারী বৃষ্টির জলে শর্ট সার্কিট বা তারের ক্ষতি থেকেই এই বিপর্যয়। নিরাপত্তার স্বার্থে রানওয়ে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে যতক্ষণ না লাইটিং সিস্টেম স্বাভাবিক হয়। ত্রিভুবন বিমানবন্দর নেপালের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে হওয়ায় এই ঘটনায় দেশজুড়ে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের দোহা, দুবাই ও ব্যাংককমুখী ফ্লাইটগুলির দিক পরিবর্তন করা হয়েছে।                                               

আধিকারিক সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ এই বিপত্তি দেখা দেয়। কী কারণে এই শর্ট সার্কিট হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে আধিকারিকদের অনুমান, বৃষ্টির জল কোনও ভাবে বিদ্যুতের তারের মধ্যে ঢুকে গিয়েছে।