কলকাতা: চিনের গোবি মরুভূমি, গ্রেট ওয়াল ঘুরে টুক করে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, ক্রেমলিনটা দেখে আসুন। তারপর জার্মানির গ্যেটের বাসভবন, মিউজিয়াম ঘুরে দেখে নিন ফ্রান্সের নতরদাম গির্জা। সব মিলিয়ে ২০,০০০ কিলোমিটার, ১৮টা দেশ। সব মিলিয়ে প্রায় অর্ধেক পৃথিবী। চলুন, ঘুরে আসা যাক।


প্লেনে ট্লেনে নয়, যাওয়া হবে বাসে। যাঁদের মাথা থেকে এই প্ল্যান বেরিয়েছে, গুরুগ্রামের সেই ট্রাভেল এজেন্সির কর্তা তুষার আগরওয়াল ও সঞ্জয় মদন জানিয়েছেন, অনেকে বিমানে চড়তে স্বচ্ছন্দ নন, তাঁরা স্থলপথে চারপাশ দেখতে দেখতে বিশ্ব ঘোরার ব্যবস্থা করার জন্য তাঁদের অনুরোধ করেন। এখন করোনার জন্য রেজিস্ট্রেশন বন্ধ, যে কটা দেশ ঘোরা হবে, সবকটা দেশের করোনা পরিস্থিতি দেখে আগামী বছর বুকিং শুরু করার আশা করছেন তাঁরা।

মোট জার্নি ৭০ দিনের। যাত্রীদের রাখা হবে চার কিংবা পাঁচতারা হোটেলে। যে দেশেই যান, ভারতীয় খাবার পাবেন। পাবেন নিরামিষ খাবারও। আসা যাক খরচাখরচের কথায়। ট্রিপ ভাঙা হচ্ছে চারটে ক্যাটাগরিতে, যাত্রীরা বেছে নিতে পারবেন নিজেদের পছন্দের সফরসূচি। সেই প্যাকেজের জন্যই খরচ দিতে হবে। তবে পুরো দিল্লি-লন্ডন ট্রিপ করতে গেলে খরচ পড়বে মাথা পিছু ১৫ লাখ টাকা।



লেগ ওয়ানে থাকছে ভারত, মায়ানমার, থাইল্যান্ড। লেগ টুতে চিনের সিচুয়ান ও জিংজিয়াং প্রদেশ, এর মধ্যে পড়বে গ্রেট ওয়াল, সিল্ক রুট আর গোবি মরুভূমি। এরপর ক্যারাভান ঢুকে যাবে মধ্য এশিয়ার কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও রাশিয়াতে। শেষে ক্যারাভান ঢুকছে ইউরোপে। লাটভিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স এবং অবশেষে ইংল্যান্ড। বাসে ২০ জনের বেশি অবশ্য যাত্রী নেওয়া হবে না। যাঁরা পুরো দিল্লি-লন্ডন সফর করবেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। যাত্রীরা ছাড়া থাকবেন চালক, সহকারী চালক, গাইড আর একজন হেল্পার। গাইড অবশ্য ট্রিপের মাঝে মাঝে বদলে যাবেন। যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে ওই ট্রাভেল এজেন্সি।

আরও পড়ুন Delhi-London Bus Travel:এবার সড়ক পথে দিল্লি থেকে লন্ডন, ৭০ দিনের সফর, দেখুন- রুট, ভাড়া সহ বিস্তারিত

লেগ ওয়ানে লাগবে ১১ রাত, ১২ দিন, লেগ টুতে ১৫ রাত, ১৬ দিন, লেগ থ্রিতে ২১ রাত, ২২ দিন ও লেগ ফোরে ১৫ রাত, ১৬ দিন। হোটেলে থাকতে হবে টুইন শেয়ারিং বেসিসে, ভিসা, স্ট্যান্ডার্ড ট্যুরিস্ট ফি, বর্ডার ক্রসিং অ্যাসিসটেন্স, ইংরেজি বলা গাইড ইত্যাদি দেবে ট্রাভেল এজেন্সি। তবে আপনি যদি ঘরোয়া বা আন্তর্জাতিক উড়ান ধরতে চান, আর্জেন্ট ট্যুরিস্ট ভিসা লাগে, অন্যরকম খাবারদাবার বা পানীয়ের কথা বলেন, বা চিকিৎসা করাতে হয়, তার খরচ এই প্যাকেজ ট্যুরে ধরা হবে না কিন্তু।