কলকাতা : করোনার সব প্রজাতির মধ্যে আগামী দিনে ডেল্টা প্রজাতিই ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। দেরি নয়, খুব শিগগিরই বিশ্বের সবথেকে ভয়ঙ্কর স্ট্রেনের তকমা পেতে চলেছে এই ভাইরাল স্ট্রেন, সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) দক্ষিণ-পশ্চিম এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর পুণম ক্ষেত্রপাল সিং। 


ভারতেই প্রথম করোনা ভাইরাসের এই প্রজাতির খবর পাওয়া গিয়েছিল। এরপর ব্রিটেন, আমেরিকা, সিঙ্গাপুর এবং অন্যান্য দেশেও ক্রমশ 'আসর' জমাতে শুরু করে এই কোভিড-১৯ ভাইরাসের ডেল্টা স্ট্রেন। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুসারে, আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি চলতি সপ্তাহের আগেই এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, খুব তাড়াতাড়ি ডেল্টা প্রজাতি বিশ্বব্যাপী ক্ষমতাশালী হয়ে উঠবে। 


এর আগে এই প্রজাতিকে ভারত 'ভ্যারিয়েন্ট অফ কনসার্নের' তকমা দিয়েছিল। ডা: পুণম ক্ষেত্রপাল সিংও এমনটাই জানান যে কোনও বাধাই মানে না কোভিডের এই প্রজাতি ৷ অল্প সময়ের মধ্যেই বিস্তার লাভের ক্ষমতা রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের। একই সুর শোনা যায় ডা: এন কে অরোরার গলায়৷ চিকিৎসক জানান যে, করোনার আলফা ভ্যারিয়েন্টের থেকেও ৪০-৫০ শতাংশ বেশি সংক্রামক এই প্রজাতি৷ 


উল্লেখ্য, Indian SARS-CoV-2 Genomics Consortium-এর সহ-প্রধান ড: অরোরা। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রামক ভয়াবহতা বিশ্লেষণ করে তিনি বলেন,  "এই ডেল্টার মারাত্মক আকার ধারণ করার কারণ এর স্পাইক প্রোটিনের মিউটেশন। বাকি প্রজাতির থেকে এই প্রজাতির স্পাইক প্রোটিনে খুব শক্তভাবে বসে যায় অ্যাসিটাইলকোলিন। যা দেহের ইমিউনিটি ভেঙে ভাইরাস জিনকে সহজেই প্রবেশ করিয়ে দিতে সাহায্য করে। আলফা স্ট্রেনের ক্ষেত্রে এই ক্ষমতা কম ছিল।" 


গত বছর অক্টোবরেই ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, এই প্রজাতির জেরেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল হয় ভারত। শ্মশান, কবর স্থান, নদীর পাড় দেখেছিল করোনা মৃত্যুর শিউরে ওঠা চিত্র। এদিকে খুব শিগগিরই রয়েছে তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত। ফের কি দাপট দেখাবে ডেল্টা ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বাড়ল সেই চিন্তাই।