নয়া দিল্লি : কল মিস হয়ে গেলেও গ্রুপ কলের মাঝপথে ঢুকতে পারবেন আপনি। গ্রাহকদের সুবিধায় নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই 'জয়েনেবল গ্রুপ কল' ফিচার নিয়ে পরীক্ষা শুরু করেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।


অনেক ক্ষেত্রে কাজের মাঝে রিং বেজে গেলেও ধরা যায় না হোয়াটসঅ্যাপ গ্রুপ কল। এবার সেই গ্রুপ ভয়েস বা ভিডিয়ো কল ফের ধরার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। একবার মিস হয়ে গেলেও গ্রুপ কল চলতে থাকলে ফের জয়েন করতে পারবেন আপনি। এ ক্ষেত্রে আপনাকে নতুন করে গ্রুপ কলে অ্যাড করাতে হবে না অ্যাডমিনকে। স্ক্রিনেই কোন গ্রুপ কল মিস গেছে তা দেখতে পারবেন গ্রাহক।


কোম্পানির নতুন আপডেট অনুযায়ী, গ্রুপ কল 'ড্রপ-অফ' বা 'রিজয়েন' করতে পারবেন গ্রাহক। সেই ক্ষেত্রে গ্রুপ কল চলতে থাকলেই এই সুবিধা পাবেন গ্রাহক। এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রাহকদের গ্রুপ কলে জয়েন করার 'নেটিভ অপশন' ছিল না। তবে আগের মতো গ্রুপ কলে  অংশগ্রহণকারীরা চাইলেই কাউকে অ্যাড করতে পারবেন। কোম্পানির তরফে জানানো হয়েছে, এখন থেকে গ্রুপ কলের উত্তর দেওয়ার বোঝা চাপবে না আপনার ওপর। নিজের কাজের সুবিধামতো কল জয়েন করতে পারবেন গ্রাহক। সেক্ষেত্রে গ্রুপ কল অ্যাকটিভ থাকলেই এই সুযোগ পাবেন গ্রাহক।


কীভাবে হোয়াটসঅ্যাপে মিসড গ্রুপ কল জয়েন করবেন ?


কোনও কারণে গ্রুপ কল মিস করে গেলে Tap to join অপশনে ক্লিক করলেই কাজ হবে। নতুন ফিচারের সুবিধা দিতে গ্রাহকদের জন্য 'কল ইনফো স্ক্রিন' দিয়েছে হোয়াটসঅ্যাপ। যেখানে কারা আপনাকে গ্রুপ কলের জন্য ডেকেছে তা দেখতে পাবেন আপনি। এ ক্ষেত্রে কলে ঢুকে অচেনা ব্যক্তিদের জানার প্রয়োজন নেই আপনার। এ ছাড়াও রয়েছে 'জয়েন' বা 'ইগনোর' বাটন। যেখানে ইচ্ছেমতো 'জয়েন' বা গ্রুপ কল থেকে 'ইগনোর' করতে পারবে গ্রাহক।  


তবে এখনই সব গ্রাহক হোয়াটসঅ্যাপের এই সুবিধা পাবেন না। আপাতত অ্যাপল আইওএস বেটা ভার্সনে শুরু হয়েছে এই ফিচার। অ্যাপল 'ফেস টাইম' ইন্টারফেসের মতোই এখানে দেওয়া হয়েছে 'কল স্ক্রিন'। আইওএস-এ আনার পরই অ্যান্ড্রয়েডে এর বিটা ভার্সন টেস্টিং শুরু হবে। তবে ঠিক কবে এই সুবিধা সব ভার্সনে পাওয়া যাবে তা নিয়ে এখনও খোলসা করেনি হোয়াটসঅ্যাপ।