নয়াদিল্লি: রবিবার রাজ্যসভায় পাশ হওয়া কৃষি বিলের তীব্র নিন্দা করে এটা ‘গণতন্ত্রের লজ্জা’ বলে মন্তব্য় করলেন রাহুল গাঁধী। তিনি ট্যুইট করেছেন, যে কৃষক মাটিতে সোনা ফলান, তাকে চোখ থেকে রক্তের কান্না ঝরাতে বাধ্য করায় গর্ব বোধ করে মোদি সরকার। রবিবার সংসদের উচ্চকক্ষে তীব্র হই-হট্টগোল, হাঙ্গামার মধ্যেই ক্ষমতাসীন দল কৃষি পণ্য ব্যবসা-বাণিজ্য (প্রমোশন ও ফেসিলিটেশন) বিল, ২০২০ এবং এগ্রিমেন্ট অব প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল, ২০২০ ধ্বনিভোটে পাশ করিয়ে নিয়েছে। সরকারের দাবি, এই বিলে বেসরকারি বিনিয়োগের মাধ্য়মে কৃষি ও চাষবাস চাঙ্গা করতে সুবিধা হবে। যদিও বিরোধী শিবির সরকারি দাবি উড়িয়ে বিলের কঠোর সমালোচনা করেছে।
কংগ্রেস সরকারি বিলগুলিকে কালা আইন তকমা দিয়ে সরকারকে আক্রমণের পাশাপাশি ন্য়ূনতম সহায়ক মূল্যের (এমএসপি) প্রসঙ্গ তুলেছে। কংগ্রেস সাধারণ সম্পাদক রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, কেন সরকার এমএসপির আইনি দায়বদ্ধতা ঝেড়ে ফেলে পালিয়ে যাচ্ছে। মান্ডির বাইরে এমএসপির গ্যারান্টি কে দেবে? আর প্রাক্তন কংগ্রেস সভাপতি ট্যুইটে বলেন, যে কায়দায় সরকার রাজ্যসভায় বিলগুলির মাধ্যমে কৃষকের মৃত্যু পরোয়ানা জারি করলে, তাতে গণতন্ত্র লজ্জিত।