দুবাই: গতকাল প্রথম ম্যাচে প্রতিযোগিতার দুই সফলতম দলের ম্যাচে টানটান লড়াই দেখা গিয়েছে। ম্যাচের ফয়সলা হয়েছে শেষ ওভারে। রোহিত শর্মার মুম্বইকে হারিয়ে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই। আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রেয়স আয়ারের দিল্লি ও কে এল রাহুলের পঞ্জাব। এই দু’টি দলই এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে বরাবরই লড়াই করে এই দুই দল। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


খাতায়-কলমে দু’দলই বেশ শক্তিশালী। কাউকেই এগিয়ে বা পিছিয়ে রাখা যাবে না। দিল্লিতে যেমন রাহুল, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ শামি, ময়ঙ্ক অগ্রবাল, করুণ নায়ার, দীপক হুডারা আছেন, তেমনই পঞ্জাব দলে শ্রেয়স, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, শিখর ধবন, পৃথ্বী শ, কাগিসো রাবাডা, মার্কাস স্টোইনিস, অক্ষর পটেল, কিমো পল, ইশান্ত শর্মা, অমিত মিশ্ররা আছেন। দু’দলেরই ব্যাটিং ও বোলিং, দুই বিভাগই শক্তিশালী।

দিল্লির হয়ে ব্যাটিং ওপেন করতে পারেন অভিজ্ঞ ধবন। সঙ্গে থাকতে পারেন তরুণ পৃথ্বী। মিডল অর্ডারে থাকবেন শ্রেয়স, রাহানে, পন্থ। এছাড়া থাকতে পারেন ক্যারিবিয়ান অলরাউন্ডার শিমরন হেটমায়ার। বোলিং বিভাগে ভরসা অভিজ্ঞ অশ্বিন, ইশান্ত, রাবাডা।

দিল্লির মতোই পঞ্জাবের ব্যাটিং বিভাগেও অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রয়েছে। ওপেন করতে পারেন রাহুল ও গেইল। তিন নম্বরে দেখা যেতে পারে ময়ঙ্ককে। এরপর সরফরাজ খান, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ব্যাট করতে নামতে পারেন। বোলারদের মধ্যে বাংলার দুই পেসার শামি ও ঈশান পোড়েল খেলতে পারেন। তাঁদের সঙ্গে থাকতে পারেন ওয়েস্ট ইন্ডিজের শেলডন কট্রেল, আফগানিস্তানের মুজিব-উর-রহমান, মুরুগান অশ্বিন।