নয়াদিল্লি: ফের কুয়াশায় আচ্ছন্ন রাজধানী দিল্লি। তার জেরে ব্যাহত বিমান চলাচল। দিল্লি বিমানবন্দরে ১১০-টির বেশি বিমানের পরিষেবা ব্যাহত। এমন পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। একই সঙ্গে রাজধানীতে শৈত্য প্রবাহেরও দাপট রয়েছে। দিল্লি অভিমুখে রওনা দেওয়া ২৫টি ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নর্দার্ন রেলওয়েজ। দৃশ্যমানতা কমে ৫০ মিটারে নেমে আসায় প্রভাব পড়েছে সড়ক পরিবহণেও। 


আগামী কয়েক দিন রাজধানীতে অতি ঘন কুয়াশার প্রকোপ থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। লাল সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ০ থেকে ৫০ মিটার হলে, অতিঘন কুয়াশার প্রকোপ বলা হয়। ২০১ থেকে ৫০০ মিটার হলে মাঝারি এবং ৫০১ থেকে ১০০০ হলে ঈষৎ কুয়াশাচ্ছন্ন পরিবেশ বলে ধরা হয়।


বুধবার সকাল থেকে দিল্লি-সহ গোটা উত্তর ভারতের পরিস্থিতিই মোটামুটি এক। ঘন কুয়াশার জেরে একাধিক জায়গায় দুর্ঘটনার খবর সামনে এসেছে। আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ বেধেছে, তাতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৪ জন। জানা গিয়েছে, একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। তার পর আরও ছয়টি গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে। একটি গাড়ি আর একটির উপর উঠে যায়। তাতেই বিপত্তি বাধে।



এই দুর্ঘটনায় মোট ২৪ জন আহত হন বলে জানা গিয়েছে। যাঁদের চোট গুরুতর, প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁদের। যাঁদের অবস্থা আশঙ্কাজনক, লখনউয়ের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয় তার পর। অন্য দিকে, বরেলীতে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক বরেলী-সুলতানপুর হাইওয়ের ধারে অবস্থিত একটি বাড়িতে ঢুকে গিয়েছে বলে খবর।


মৌসম ভবন জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে ঘন কুয়াশা থাকবে। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর এলাকার দৃশ্যমানতা কমে ১২৫ মিটারে নেমে আসে। সফদরজংয়ে দৃশ্যমানতা কমে হয় ৫০ মিটার। রাজধানীর একাধিক জায়গায় দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলেও জানা গিয়েছে। পটিয়ালা, লখনউ, প্রয়াগরাজে দৃশ্যমানতা কমে ২৫ মিটার হয়েছে আজ। অমৃতসরে দৃশ্যমানতা ০ মিটার।


একই সঙ্গে দিল্লির বাতাসের গুণমানও একধাক্কায় নেমে গিয়েছে। এদিন দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৮১-তে, অর্থাৎ অত্যন্ত ক্ষতিকর। বুধবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা আজ ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB) জানিয়েছে, আনন্দ বিহারে বাতাসের গুণমান সূচক ৪৪১, লোধি রোডে ৩২৭ এবং ইন্দিরা গাঁধী বিমানবন্দর এলাকায় ৩৬৮-এ রয়েছে। আগামী কয়েক দিনে বাতাসের গুণমানে আরও পতন ঘটবে বলেও জানানো হয়েছে।