অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। প্রতিবাদে কলকাতায় বিজেপি দফতরের সামনে আপ সমর্থকদের বিক্ষোভ। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। প্রতিবাদে থানার বাইরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। আপের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে আম আদমি পার্টির সদর দফতরের বাইরেও কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
মণীশ শিসোদিয়াকে ৫ দিনের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে সিবিআই।
দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে আন্দোলনে নেমেছে আম আদমি পার্টি। ভোপাল, চন্ডীগড়, দিল্লিতে চলছে বিক্ষোভ। দিল্লিতে আপের সদর দফতরের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান আপ সমর্থকরা।
রবিবার টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় দিল্লির উপ মুখ্য়মন্ত্রীকে। তাঁকে এদিন আদালতে তোলা হয়। সেই কারণেই গোটা দিল্লি জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। দলের সমর্থকদের গ্রেফতার করতে জোর করে দলের সদর দফতরে ঢুকেছে পুলিশ, এমন অভিযোগ জানিয়ে ট্যুইট করা হয় আপের ট্যুইটার হ্যান্ডেল থেকে।
তুুমুল তরজা:
এদিন মণীশ শিসোদিয়াকে নিশানা করে আক্রমণ শানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষি লেখি অভিযোগ করেন, নিজের অপরাধ লুকোতে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের নাম ব্যবহার করেছে মণীশ শিসোদিয়া। গ্রেফতারির আগে মণীশ শিসোদিয়া ট্যুইট করেছিলেন, 'আমরা ভগৎ সিংয়ের অনুগামী। ভগৎ সিং দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আমায় যদি মিথ্যে অভিযোগে জেলে যেতে হয়। এটা খুবই ছোট ঘটনা।' ANI-এর সূত্রে খবর, মীনাক্ষি লেখি অভিযোগ করেছেন, AAP সততার কথা বলে সরকার তৈরি করেছে। কিন্তু এরা সবচেয়ে বেশি অসৎ পন্থা অবলম্বন করেছেন।
আগে যা হয়েছে...
সম্প্রতি মণীশের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেইসময় তল্লাশি চালানো হয় সাত রাজ্যের আরও ৩১ জায়গায়। সিবিআই-এর দায়ের করা এফআইআর-এ অভিযুক্তদের তালিকায় একেবারে শীর্ষে নাম রয়েছে মণীশের। ১১ পাতার রিপোর্টে দুর্নীতি, অপরাধমূলক ষড়য়ন্ত্র এবং ভুয়ো নথি তৈরির অভিযোগ আনা হয়েছে। মণীশের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়। লুক আউট সার্কুলার জারির অর্থ, অভিযুক্ত ব্যক্তি দেশের বাইরে যেতে পারবেন না। কোথাও কোনও নিয়ম লঙ্ঘন চোখে পড়লে তাঁকে আটক করা হবে সঙ্গে সঙ্গে। তাতেই কেন্দ্রকে একহাত নেন মণীশ। ট্যুইটারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি। লেখেন, 'আপনার সমস্ত অভিযান ব্যর্থ হয়েছে। কিছু পাওয়া যায়নি। এক পয়সার হেরফের ধরা পড়েনি। এখন আবার লুক আউট সার্কুলার জারি করা হয়েছে যে, মণীশ শিসোদিয়াকে পাওয়া যাচ্ছে না। এটা কেমন নাটক মোদিজি? আমি তো প্রকাশ্যে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছি। বলুন, কোথায় আসতে হবে? আপনি আমাকে খুঁজে পাচ্ছেন না?'
সিবিআই-এর দাবি, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই শিসোদিয়া এবং দিল্লি সরকারের অভিযুক্ত আধিকারিকরা আবগারি নীতি ২০২১-'২২ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন। টেন্ডার পেয়ে যাওয়ার পর অন্যায় ভাবে কিছু লোককে সুবিধা পাইয়ে দেওয়াই লক্ষ্য ছিল তাঁদের।
আরও পড়ুন: একবার চার্জ দিলে দৌড়বে তিনদিন, লঞ্চ হল নোকিয়া সি৩২ ও নোকিয়া সি২২ ফোন