নয়াদিল্লি: এবার Go First উড়ান সংস্থাকে টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। এমনিতে আগামী ১৫ মে পর্যন্ত সমস্ত টিকিট বিক্রি বন্ধের কথা ঘোষণা করেছিল Go First। গত সপ্তাহে দেউলিয়া হওয়ার কথা জানায় তারা। তার পরই ১৫ মে পর্যন্ত টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা হয়। এবার খোদ অসামরিক বিমান নিয়ামক সংস্থার তরফে এই নির্দেশ এল। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে বলে জানিয়েছে  DGCA।


আর কী বলছে DGCA?
ওয়াদিয়া-গোষ্ঠীর এই উড়ান সংস্থাকে শো-কজও ধরিয়েছে DGCA।  কেন সংস্থাটি 'নিরাপত্তাবিধি মেনে, দক্ষ এবং বিশ্বাসযোগ্য ভাবে' কাজকর্ম করতে পারছে না, সে কথাই জানতে চাওয়া হয় শো-কজ নোটিসে। Go First ১২ মে পর্যন্ত তাদের সমস্ত উড়ান বাতিল করেছিল। সেই পরিপ্রেক্ষিতে বাতিল হওয়া উড়ানের টিকিটের টাকাও যাত্রীদের ফেরাতে নির্দেশ দিয়েছে DGCA। যত ক্ষণ পর্যন্ত উড়ান সংস্থাটি DGCA-র শো-কজ নোটিসের জবাব না দিচ্ছে, তত ক্ষণ পর্যন্ত তাদের নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। নোটিসের জবাব দিতে পনেরো দিন সময় দেওয়া হয়েছে Go First-কে। তার পরই তাদের এয়ার অপারেটর্স সার্টিফিকেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অসামরিক বিমান নিয়ামক সংস্থা এও জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে টিকিট বিক্রি করতে পারবে না Go First।  


পরিস্থিতি ঠিক কী?
ন্যাশনাল কোম্পানি ল'ট্রাইব্যুনালের (NCLT) কাছে হালেই তাদের দেউলিয়া ঘোষণা করার আর্জি জানিয়েছে Go First।  NCLT সেই আবেদন গ্রহণ করে নিলে বিমান-সহ সম্পত্তি-বাবদ একাধিক ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচাতে পারবে Go First। কিন্তু DGCA-র এই শো-কজ নোটিস এবং টিকিট বিক্রি না করার নির্দেশ নতুন ধাক্কা দিতে পারে ওয়াদিয়া গোষ্ঠীর উড়ান সংস্থাকে বড়সড় ধাক্কা দিতে পারে। প্রসঙ্গত, দিনচারেক আগেই আরও বিপাকে পড়ে ‘গো ফার্স্ট’। দেউলিয়া বিমান সংস্থাটিকে সমস্যায় ফেলে তাদের ২০ টি বিমানের লিজ- দাতারা । DGCA কে তারা জানায়, নিবন্ধনমুক্ত বা রেজিস্ট্রেশন বাতিল করার অনুরোধ করা হচ্ছে।  Directorate General of Civil Aviation লিজ- দাতাদের বিষয়ে বিস্তারিত তথ্যপ্রকাশ করে তাদের ওয়েবসাইটে। আইন অনুসারে, ডিজিসিএকে এরকম অনুরোধ আসার পাঁচ কাজের দিনের মধ্যে একটি বিমানের নিবন্ধনমুক্ত করার পদ্ধতি শুরু করতে হয়। কোনও লিজ- দাতা এই ধরনের  অনুরোধ পাঠানোর পর নিয়মই হল সেই অনুরোধ  ওয়েবসাইটে বিশদে প্রকাশ করতে হয়। গো ফার্স্ট এ বিষয়ে আইনি চ্যালেঞ্জের পরিকল্পনা করছে কিনা তা জানা যায়নি।


আরও পড়ুন:পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?