ঢাকা: ফের অশান্ত বাংলাদেশ। আওয়ামি লিগ সমর্থকদের গণ জমায়েত ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হল ঢাকায়। শহীদ নূর হোসেন স্মরণে একটি মিছিলকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত। সংবাদসংস্থা আইএনএস সূত্রে খবর, এই ঘটনায় বেশ কয়েকজন আওয়ামি লিগ সমর্থকদের মারধরও করা হয়েছে।  


প্রসঙ্গত, এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগের কর্মী নূর হোসেন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে তিনি মারা যান। ১৯৮৭ সালে এ ঘটনা ঘটে। আজ শহীদ নূর হোসেন দিবসে বেলা তিনটায় ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল আওয়ামি লিগ। ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে। 


বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে IANS সূত্রে খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর এই প্রথম কোনও সমাবেশ করার ঘোষণা করেছিল আওয়ামি লিগ। 


সোশ্যাল মিডিয়া পোস্টে, দলটি "মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং গণতান্ত্রিক নীতিতে" বিশ্বাসী সাধারণ মানুষ ও কর্মীদের নূর হোসেন চত্বরে (জিরো পয়েন্ট) মিছিলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। গণতন্ত্রবিরোধী শক্তির অপসারণ এবং বাংলাদেশ আওয়ামি লিগের নেতৃত্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়।


আওয়ামি লিগ তাদের কর্মসূচি ঘোষণা করার পরপরই, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে দেয় যে তারা প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেবে না। দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল শনিবার ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামি লিগকে রাজপথে কোনও মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা করেছিলেন তাঁরা।


এদিকে এই ঘটনায় হিংসা যাতে ছড়াতে না পারে সেই প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঢাকা-সহ সে দেশের বিভিন্ন প্রান্তে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)-র ১৯১টি প্ল্যাটুন মোতায়েন করা হয়েছিল।                                     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে