নয়াদিল্লি: দেশবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন National Digital Health Mission (NDHM)পরিষেবা শুরু করল কেন্দ্রীয় সরকার। সোমবার এই মিশনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশবাসীর মেডিক্যাল রেকর্ডস এক জায়গায় রাখবে কেন্দ্র।
সরকারের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের National Digital Health Mission (NDHM) অধীনে দেশবাসীকে একটি ১৪ সংখ্যার হেলথ আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। আধার কার্ডের মতো এই Digital Health ID card-এ থাকবে ব্যক্তির মেডিক্যাল হিস্ট্রি। ইতিমধ্যেই এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
সরকারি স্বাস্থ্য আধিকারিকদের মতে, Pradhan Mantri Digital Health Mission (PM-DHM) আসলে জনগণের কাছে 'ওয়ান স্টপ সলিউশন'। দেশের ডিজিটাল হেলথ পরিকাঠামো তৈরিতে মেরুদণ্ড হিসাবে কাজ করবে এই মিশন।NDHM-এর website-এ বলা হয়েছে, দেশবাসীর electronic medical records (EMR) এক জায়গায় রাখবে সরকার। এরফলে সময়ে সময়ে ডাক্তাররা রোগীদের রেকর্ড দেখতে পারবেন। প্রয়োজনে তাদের চেক আপের পারমর্শ দেবেন।
আগে পাইলট প্রজেক্ট হিসাবে এই মিশন লঞ্চ করা হয়েছিল। কেন্দ্রশাসিত অঞ্চল যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিও, লাদাখ, পুদুচেরি ও লক্ষ্যদ্বীপে এই মিশন চালু করা হয়।
কীভাবে কাজ করবে এই ইউনিক হেলথ আইডি ?
মূলত, চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে এই ডিজিটাল হেলথ মিশন।
১ ইউনিক ডিজিচাল আইডি হেলথ আইডি
২ স্বাস্থ্যকর্মী তথা ডাক্তারদের রেজিস্ট্রি
৩ স্বাস্থ্য পরিষেবার রেজিস্ট্রি।
৪ ইলেকট্রনিক হেলথ রেকর্ডস।
সরকারের মূল উদ্দ্যেশ্য এই চারটি পর্যায়ের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার ডিজিটাল পরিবেশ তৈরি করা। পরবর্তীকালে এই পরিষেবার মধ্যে টেলিমেডিসিন ও ই-ফার্মাসিগুলোকে যুক্ত করবে সরকার। এই হেলথ আইডি তৈরির জন্য ব্যক্তির থেকে পরিবার/সম্পর্ক, যোগাযোগের নম্বর ও ঠিকানা জানতে চাইবে সরকার।এই মিশনের মাধ্যমে ডাক্তার আনা ছাড়াও সরকার আধুনিক ও ঐতিহ্যবাহী উভয় চিকিৎসা ব্যবস্থায় কর্মরত ডাক্তারদের একটা ব্যাঙ্ক তৈরি করবে। বিভিন্ন চিকিৎসা পদ্ধতির ওষুদের ভাণ্ডারের তালিকাও থাকবে এই ওয়েবসাইটে।