কলকাতা : "শুধু প্রতিশ্রুতি নয়। ১০ বছর হয়ে গেল, তিনবার প্রতিশ্রুতি দিয়ে জিতলেন, এবার তো সত্যি সত্যি কিছু করুন”। গতকাল শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাকে এভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে গতকাল নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিকে নিয়োগ করা হবে ১০ হাজার ৫০০ শিক্ষক। সব মিলিয়ে পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পর আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।


মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করে আজ দিলীপ ঘোষ বলেন, "এখন স্কুল বন্ধ। এদিকে করোনার জন্য বলছেন ভাঁড়ারে টাকা নেই, তাহলে ৩০ হাজার শিক্ষককে বেতন দেবে কী করে ? চুক্তিভিত্তিক, সাময়িক – এসব দিয়েই তো চলছে। আগে যেখানে সরকারি কর্মচারী ৭ লক্ষ ছিল, সেখানে এখন তা সাড়ে ৩ লক্ষ, ৪ লক্ষে পৌঁছে গিয়েছে। কেন এত পদ খালি ? কারণ লোকের চাকরি নেই। আর সেই কারণেই বাংলার যুবকদের গুজরাত, মহারাষ্ট্রে যেতে হচ্ছে। উন্নয়নটা কে করবে ? কিছু দুর্নীতিগ্রস্ত লোক আর কিছু বুড়ো এখানে থেকে বাংলার উন্নয়ন করতে পারবে ? সত্যি যদি সম্ভব হয় তবে দেওয়া উচিত। শুধু প্রতিশ্রুতি নয়।"


শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে। দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। এই প্রেক্ষাপটে গতকাল তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, মেধার ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। কারও কাছে লবি করার প্রয়োজন নেই। আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ আটকে ছিল।


এদিকে কর্মশিক্ষা, শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিক শূন্য পদে ১৪ হাজার ৩৩৯ জন শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে।