নয়াদিল্লি : তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা আরও একটু বাড়িয়ে ভারতে খোঁজ মিলল কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের। জানা যাচ্ছে, দেশের তিন রাজ্যে পাওয়া গিয়েছে অতি সংক্রামক করোনার এই নতুন প্রকারভেদের খোঁজ। গত ১৬ জুন মধ্যপ্রদেশে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত প্রথম কেসের খোঁজ সামনে এসেছিল। এবার কয়েকদিনের মধ্যেই কেরল জানালো সেখানে ৩ টি ও মহারাষ্ট্র জানিয়েছে সেখানে ২১টি ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের আক্রান্তের খোঁজ মিলেছে।
১৬ জুন যখন ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের প্রথম কেস ধরা পড়ে সেদিনই নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল জানিয়েছিলেন, করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের এক ধরণের রূপান্তরিত রূপ এটি। এই ভ্যারিয়্যান্টে নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালুর কথা জানানোর পাশাপাশি এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেও জানিয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। দেশের বিভিন্ন প্রান্তে আনলক প্রক্রিয়া শুরুর সঙ্গে মানুষের নিয়ম মানতে ঢিলেমির প্রসঙ্গ তুলেই যে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
ইতিমধ্যেই ব্রিটেনে সম্পূর্ণ আনলক প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে ডেল্টা ভ্যারিয়্যান্টের হদিশ মেলার পরই। অনেক বিশেষজ্ঞের মতেই করোনার তৃতীয় ঢেউ বয়ে আনছে কোভিডের এই নতুন প্রকারভেদ। উল্লেখ্য, গত সপ্তাহেই মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হাত ধরেই সেখানে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। পাশাপাশি নাগরিকদের সতর্কও করে দেওয়া হয়েছিল, যে সতর্কবার্তা জানিয়ে।
অতি সংক্রামকের পাশাপাশি ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে কোভিডের চেনা উপসর্গ সব সময় দেখা যাচ্ছে না, যা নিয়েই চিন্তা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এমনিতেই গোটা দেশজুড়ে ক্রমশ কমছে করোনার সংক্রমণ। মঙ্গলবারই প্রায় তিন মাস পরে দেসে দৈনিক করোনা সংক্রমণ নেমে এসেছে পঞ্চাশ হাজারেরও নীচে। কমছে মৃত্যুর সংখ্যাও। বর্তমান করোনাচিত্র নিয়ে যখন দেশজুড়ে স্বস্তির নিঃশ্বাস তখন কোভিডের নতুন প্রকারভেদ ডেল্টা প্লাস নিয়ে আশঙ্কার মেঘ।