Disney Layoffs: প্রথম দফায় সাত হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করেছে ডিজনি (Disney) সংস্থা। ফের কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। শোনা যাচ্ছে, দ্বিতীয় দফায় চাকরি হারাতে পারেন প্রায় চার হাজার কর্মী। গত মাসেই প্রায় সাত হাজার কর্মী ছাঁটাই করেছে ডিজনি কর্তৃপক্ষ। তার একমাসের মধ্যেই ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে এই সংস্থা। এবার কোপ পড়বে প্রায় চার হাজার কর্মীর উপর। গতমাসে ছাঁটাইয়ের সময় ডিজনি কর্তৃপক্ষ জানিয়েছিল খরচ নিয়ন্ত্রণের জন্যই এই বিপুল পরিমাণ ছাঁটাই করা হচ্ছে। আপাতত গোটা বিশ্বই একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে মত ওই সংস্থার। অনুমান, দ্বিতীয় দফাতেও একই কারণে কর্মী ছাঁটাই করতে চলেছে ডিজনি সংস্থা। 


শুধু ডিজনি নয়, কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে বিশ্বের প্রথম সারির একগুচ্ছ সংস্থা। এই তালিকায় নাম রয়েছে গুগল, অ্যামাজন, মেটা, ট্যুইটার, উইপ্রো এবং আরও অনেকে। মূলত গত বছরের শেষভাগ থেকে শুরু হয়েছিল এই কর্মী ছাঁটাই। অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন এলন মাস্ক। আর প্রথমেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন তিনি। সেটাই শুরু। তারপর একে একে বিভিন্ন সংস্থা একই রাস্তায় হেঁটেছে। শোনা যাচ্ছে, ডিজনি সংস্থাতে দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই প্রক্রিয়া দ্রুত শুরু হবে। ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের ম্যানেজারদের কাছে বার্তা পৌঁছে গিয়েছে। সেখানে তুলনায় দুর্বল, অদক্ষ কর্মীদের খুঁজে বের করতে বলা হয়েছে। 


সবচেয়ে বেশি শোরগোল হয়েছে মেটা'র কর্মী ছাঁটাই নিয়ে


এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে মেটা সংস্থাতেই। প্রথম দফায় প্রায় ১১ হাজার কর্মী চাকরি খুইয়েছেন। এই ছাঁটাই শুরু হয়েছিল গতবছর নভেম্বর মাসে। এবার দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই শুরু হয়েছে। এবারও ১০ হাজার কর্মী চাকরি খোয়াবেন বলে আশঙ্কা। এর মধ্যেই শুরু হয়েছে ছাঁটাই প্রক্রিয়া। প্রায় ১৫০০ কর্মী ইতিমধ্যেই চাকরি খুইয়েছেন মেটা থেকে। এবার সবচেয়ে বেশি কোপ পড়েছে এইচআর বিভাগের উপর। 


উইপ্রোতে ছাঁটাই


প্রথমে ফ্রেশারদের বেতনে প্রভাব পড়েছিল এই সংস্থায়। একধাক্কায় ফ্রেশারদের বেতন ৫০ শতাংশ কমিয়ে দিয়েছিল উইপ্রো। এবার নতুন করে কর্মী ছাঁটাইও শুরু করেছে। অন্যান্য অনেক সংস্থায় আবার কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মী নিয়োগের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। খরচ নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় সংস্থা। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রযুক্তি কোম্পানিগুলোতেই। 


আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে নতুন ইয়ারফোন 'নাথিং ইয়ার ২', ভারতে দাম কত হতে পারে?