Earphone: নাথিং (Nothing) সংস্থা কার্ল পেয়ি জানিয়েছেন নতুন ইয়ারফোন নাথিং ইয়ার ২ (Nothing Ear 2) লঞ্চ হতে চলেছে ২২ মার্চ। এই ইয়ারফোনে থাকতে চলেছে LHDC 5.0 codec সাপোর্ট। এই ইয়ারফোন একটি IP54 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ঘাম এবং জলে নষ্ট হবে না এই ইয়ারফোন। নাথিং সংস্থার এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে একটি সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন থাকতে চলেছে বলে জানা গিয়েছে। নাথিং ইয়ার ২ ইয়ারফোনে থাকতে পারে ১১.৬ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও ৪০ ডেসিবেল শব্দ পর্যন্ত অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকার কথা রয়েছে। একবার চার্জ দিলে প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে এই ইয়ারফোন। নাথিং ইয়ারফোন ১ - এর মতোই ডিজাইন থাকতে চলেছে নতুন ইয়ারফোনেও। সেমি ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে সাদা রঙে লঞ্চ হতে পারে নাথিং ইয়ারফোন ২। এছাড়াও থাকতে পারে নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন। লাল এবং সাদা রঙের বিন্দু দিয়ে ইয়ারফোনের বাঁদিক এবং ডানদিক বোঝানো হবে। মাত্র ১০ মিনিট চার্জ দিলে নাথিং ইয়ারফোন ২- এর ক্ষেত্রে ৮ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতেও লঞ্চ হবে এই ইয়ারফোন। শোনা যাচ্ছে, নাথিং ইয়ার ২- এই ইয়ারফোনের দাম ১০ হাজার টাকার আশপাশেই হওয়ার কথা ভারতে। 


ভিভো ইয়ারবাডস


মার্চ মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও এয়ার, এই ইয়ারবাডস। এই ইয়ারবাডসে রয়েছে ১৪.২ মিলিমিটারের স্পিকার ড্রাইভার। এছাড়াও এটি একটি IP54 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসটয়ান্ট ডিভাইস। এই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল মাইক কল নয়েজ ক্যানসেলেশন ফিচার এবং আরও অনেক কিছু। ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি রয়েছে ভিভোর নতুন ইয়ারবাডসে। খুব সহজেই ফোনের সঙ্গে সংযুক্ত হয় অর্থাৎ রয়েছে ফাস্ট পেয়ারিং সাপোর্ট। চার্জিং কেস সমেত প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে ভিভোর নতুন ইয়ারবাডসে। এর পাশাপাশি একবার চার্জ দিলে এক একটি ইয়ারবাডসে ৪.৫ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যেতে পারে। এই ইয়ারবাডসের দাম ৩৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশাপাশি ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। Pebble Blue এবং Bubble White- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন ইয়ারবাডস। 


আরও পড়ুন- ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের দাম কত হতে পারে? লঞ্চের আগেই ফাঁস সম্ভাব্য ফিচার-স্পেসিফিকেশন