এনআরসি: কাগজপত্র নিয়ে দেখা করুন, বাড়ি বাড়ি চিঠি দিচ্ছে কোচবিহার পুলিশ, অভিযোগ বিজেপির, ফালতু কথা, দাবি তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2020 05:10 PM (IST)
বিতর্কিত চিঠি নিয়ে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ এখনও জমা পড়েনি।
শুভেন্দু ভট্টাচার্য মাথাভাঙা: এনআরসি-আতঙ্ক তৈরি করতে কোচবিহারে বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে পুলিশ। তৃণমূলের নির্দেশে বিজেপি কর্মীদের বাড়িতে যাচ্ছে চিঠি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। যদিও সেই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল। চিঠি পাঠানোর অভিযোগ খারিজ করেছে পুলিশও। বিজেপির দাবি, খোদ কোচবিহারের পুলিশ সুপারের নাম করে পাঠানো হয়েছে চিঠি! যাঁকে চিঠি পাঠানো হয়েছে, তাঁকে বাংলাদেশি বলে পুলিশের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে বেশ কিছু প্রামাণ্য নথি। এনআরসি নিয়ে যখন দেশজুড়ে বিতর্কের ঝড়, তখন কোচবিহারের মাথাভাঙার একাধিক ব্যক্তির হাতে এসেছে এমনই চিঠি। চিঠিতে প্রমাণপত্র নিয়ে হাজির হতে বলায় আতঙ্ক-বিভ্রান্তি দু’ইই চরমে পৌঁছেছে। কয়েকজন বিজেপি কর্মীও পেয়েছেন বিতর্কিত চিঠি। স্থানীয় বিজেপি কর্মী মধু মণ্ডল বলেছেন, ‘ক্যুরিয়র সংস্থা থেকে একজন এসে চিঠি দিয়ে যায়। চিঠি খুলে দেখি আমি বাংলাদেশি। আমাকে কাগজ নিয়ে এসপি অফিসে যেতে বলা হয়েছে।’ এই চিঠির নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এনআরসি আতঙ্ক ছড়াতে পুলিশ সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের বাড়িতে চিঠি পাঠাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা হচ্ছে। পুলিশকে দিয়ে গোটা ব্যাপারটা করাচ্ছেন তিনি। এসপির অপসারণ চাই আমরা।’ পুলিশ সূত্রে দাবি, এনআরসি নিয়ে তাদের তরফে কাউকে কোনও চিঠি পাঠানো হয়নি। এই নিয়ে কোনও অভিযোগ এলে কারা এর সঙ্গে যুক্ত, তা খোঁজ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিজেপির অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ‘এমন কোনও চিঠির কথা আমাদের জানা নেই। রাজু ফালতু লোক, ফালতু কথা বলে, আমাদের এইসব ফালতু কথার জবাব দেওয়ার কোনও ইচ্ছে নেই।’ বিতর্কিত চিঠি নিয়ে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ এখনও জমা পড়েনি।