বাগনান (হাওড়া): খুন না নিছক দুর্ঘটনা? কীভাবে মৃত্যু হল হাওড়ার বাগনানের তৃণমূল নেতার? তৈরি হয়েছে সংশয়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পর চিকিত্‍সকরা প্রাথমিকভাবে মনে করছেন, নিহত তৃণমূল নেতা আসাদুল রহমানের মাথায় যে ক্ষত আছে, তা বুলেটের নয়। চিকিত্‍সকদের অনুমান, মৃতের মাথায় নাটবল্টু জাতীয় কোনও জিনিস ঢুকে গিয়েছিল। দুর্ঘটনা বা আকস্মিক আঘাতের ক্ষেত্রে এমনটা হতে পারে।


গতকাল সকালে বাগনানের বাইনান-কড়িয়া গ্রামের রাস্তায় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির মৃতদেহ উদ্ধার হয়। মাথায় ছিল গভীর ক্ষত। তা দেখে মৃতের পরিবার অভিযোগ করে, দলীয় কোন্দলে গুলি করে খুন করা হয়েছে আসাদুলকে। গতকাল রাত ৯ টার সময় ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। থানায় গিয়ে নিহত তৃণমূল নেতার মাথার ক্ষতচিহ্নও তাঁরা পরীক্ষা করেন।

সূত্রের খবর, ক্ষতস্থানে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা চালিয়েও গুলি বা কোনও ধাতব অংশের অস্তিত্ব পাওয়া যায়নি। পরে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার জানান, তৃণমূল নেতার মাথায় যে আঘাত আছে, তা বুলেটের নয়। ঘটনাস্থলেও বুলেটের খোল মেলেনি। দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গোষ্ঠীদ্বন্দ্বে দলের নেতা খুনের অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসকদল। এই তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এখনও কেউ গ্রেফতার হয়নি।