জয়পুর: বিশ্বের বিভিন্ন দেশে ফের উত্তুঙ্গ করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে পুনর্বার লকডাউনের পথ বেছে নিচ্ছে অনেক দেশ। ভারতেও করোনা পরিস্থিতিতে কোনও ইতিবাচক সংকেত নেই। এই অবস্থায় দীপাবলিতে বাজি পোড়ানো কি গোদের উপর বিষফোঁড়ার মতো যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে? এই নিয়ে নানা মুনির নানা মত।

 
সম্প্রতি এই বিষয়ে একটি বৈঠকে বসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। বাজি থেকে যে ধোঁয়া বের হয়, তাতে করোনাআক্রান্তদের কষ্ট বাড়তে পারে। শুধু কোভিড-১৯ রোগীদের নয়, শ্বাসপ্রশ্বাসের সমস্যা বাড়তে পারে হৃদরোগে আক্রান্তদেরও। সেই কথা ভেবে এবার দীপাবলিতে আতসবাজি না পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার।

আতসবাজি প্রস্তুতকারক সংস্থাগুলির লাইসেন্সও সাময়িকভাবে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। শুধু দীপাবলিতে নয়, বিয়ে-উৎসবেও বাজি পোড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মুখ্যমন্ত্রীর পরামর্শ, বহু উন্নত দেশ করোনার সেকেন্ড-ওয়েভে ঘায়েল। নতুন করে জারি হয়েছে লকডাউন। এই পরিস্থিতি যেন তাঁর রাজ্যেও না হয়, সে বিষয়ে সতর্ক অশোক গহলৌত।
দূষণ নিয়ন্ত্রণ করতে সিগন্যালে দাঁড়ালে গাড়িগুলিকে ইঞ্জিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দূষণ-সংক্রান্ত নিয়ম না মানলে, গাড়ির মালিকের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, নির্দেশ দিয়েছে প্রশাসন। গহলৌত আশ্বাস দিয়েছেন করোনা পরিস্থিতি সামাল দিতে শীঘ্রই ২ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে।