লাদাখ: পূর্ব লাদাখে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,০০০ ফুট উঁচুতে জনৈক সেনাকর্মীর শরীরে সফল অস্ত্রোপচার করলেন ৩ সেনা চিকিৎসক। খারাপ আবহাওয়ার কারণে ওই অসুস্থ সেনাকর্মীকে লাদাখ থেকে লে আনা যায়নি। কিন্তু চিকিৎসকরা সফলভাবে তাঁর শরীরের অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করেছেন। সেনা সূত্রে খবর, সেনা হাসপাতালের সার্জিক্যাল টিম জরুরি ভিত্তিতে জওয়ানের শরীরে ওই অস্ত্রোপচার করেছে। হিমাঙ্কের নীচে তাপমাত্রায়, ১৬,০০০ ফুট উঁচুতে ফরওয়ার্ড সার্জিক্যাল সেন্টারে হয়েছে অস্ত্রোপচার। তবে পরিবেশ অত্যন্ত প্রতিকূল থাকলেও চিকিৎসকরা সফল, রোগীর অবস্থা স্থিতিশীল। সীমান্ত এলাকায় প্রচণ্ড শীতের ফলে সেনাকর্মীদের শরীরে যে সব সমস্যা দেখা দিচ্ছে, তা সারানোর লক্ষ্যে ২৪ ঘণ্টা কাজ করে চলেছে ভারতীয় সেনার ফিল্ড হাসপাতালগুলি। বিশেষ করে প্রকৃত নিয়ন্ত্রণরেখার তুষারাবৃত এলাকায় সেনাকর্মীদের স্পেশালাইজড ট্রিটমেন্ট করছে তারা। সেনা প্রধান জেনারেলমনোজ মুকুন্দ নারাভানে এই সব এলাকায় বহুবার এসেছেন, দেখেছেন, সেনা জওয়ানদের যোগ্য শীতের পোশাক ও অন্যান্য সুযোগসুবিধে রয়েছে কিনা।