কলকাতা: মাটি থেকে উড়ান নেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়েছিল বিমান। অভিশপ্ত বিমান বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-এর দুর্ঘটনার কথা এখনও ভুলতে পারেনি ভারতবাসী। এখনও সমস্ত মানুষের দেহ শনাক্ত করা হয়নি। কিন্তু সদ্য এমন একটি তথ্য প্রকাশ্যে এসেছে, যা জেনে কার্যত চমকে উঠেছেন সবাই! ১২ জুন এর বিমান দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে ২৭০ জনের। বিমানটি একটি হস্টেলের ওপর ভেঙে পড়েছিল। সেখানেরও বেশ কয়েকজন বাসিন্দার মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে, এত বড় বিমান দুর্ঘটনা দেখেনি ভারত। কিন্তু জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার এই বিমান ভেঙে পড়ার মাত্র ১ দিন পরেই, গুরুগ্রামের অফিসে পার্টি করেছিলেন Air India SATS-এর উচ্চপদস্থ অফিসারেরা! ডিজে চালিয়ে সেখানে চলেছিল দেদার নাচ।
AISATS হল এমন একটি কোম্পানি যারা বিমানকে গ্রাউন্ড সার্ভিসের সুবিধাগুলি প্রদান করে। এই কোম্পানির অর্ধেক মালিকানা এয়ার ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপের। বাকি অর্ধেকের মালিকানা স্যাটস লিমিটেডের। বিমানবন্দরের খাবারের ব্যবস্থা ও অন্যান্য বিভিন্ন ব্যবস্থার দেখভাল করে এই কোম্পানি। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-এর গ্রাউন্ড সার্ভিসের দায়িত্ব ছিল এই সংস্থারই হাতে।
জুন মাসের ২০ তারিখে আয়োজন করা হয়েছিল এই পার্টির। IANS সূত্রের খবর, এই পার্টিতে যোগ দিয়েছিলেন বেঙ্গালুরু আন্তর্জাতিক এয়ারপোর্ট লিমিটেডের জিএম ও মাথা সমপ্রীত কোটিয়ান। AISATS-এর চিফ অপারেশন অফিসার আব্রাহাম জাকারিয়া, ও কোম্পানির চিফ ফিনান্স অফিসার। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত অফিসারদের ডিজে চালিয়ে নাচের ভিডিও ভাইরাল। আর এই ভিডিও ক্ষোভ তৈরি করেছে সাধারণ মানুষদের মধ্যে। যখন সাধারণ মানুষ থেকে শুরু করে নিহতদের পরিবার গভীর শোকে রয়েছেন, তখন বিমানবন্দরের কর্মীদের এই ধরণের উদযাপন দৃষ্টিকটূ লেগেছে সবারই।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে, AISATS-এর মুখপাত্র জানিয়েছেন, 'এই ধরণের একটি ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই বিষয়ে সংস্থা অবগত। যদিও এই ভিডিও একেবারেই প্রসঙ্গের বাইরে। তবে এটা দেখে যদি কারও মানসিক অস্বস্তি হয়, তাহলে সংস্থা তার জন্য দুঃখিত।' কিন্তু এই ক্ষমাপ্রার্থনায় চিঁড়ে ভেজেনি মোটেই। সাধারণ মানুষ মনে করছেন, বিমান পরিসেবার যেখানে এতটা খারাপ অবস্থা, যেখানে এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে, সেখানে এই ধরণের বিবৃতি দেওয়া অমানবিক। সাধারণ মানুষ আরও মনে করছেন, যে সমস্ত মানুষেরা এই বিমান দুর্ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের কাছে এই ভিডিও প্রহসন।