নয়াদিল্লি: আগামী ২৫ মে শুরু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। করোনা পরিস্থিতি সামাল দিতে লকডাউনের জন্য ২৪ মার্চ থেকেই বন্ধ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা। লকডাউনের চতুর্থ পর্বে এখনও চালু করা হয়নি উড়ান পরিষেবা। তবে শীঘ্র অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হতে পারে বলে আগেই আভাস দিয়েছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী।
অবশেষে তিনি জানালেন আগামী ২৫ মে থেকে দেশে চালু হবে অন্তর্দেশীয় বিমান। 

এয়ারপোর্ট ও বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। 
তবে করোনা সতর্কতা মেনেই চালু করা হবে বিমান। কী কী নির্দেশিকা মেনে চলতে হবে, সেই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে মন্ত্রক সূত্রে।