নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের সংঘাত তাঁর জন্যই যুদ্ধ পর্যন্ত গড়ায়নি বলে ফের দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ আদৌ থামবে কি না, সেই নিয়ে টানাপোড়েন চলছে আন্তর্জাতিক ভূরাজনীতিতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের সঙ্গে বৈঠকে সমাধানসূত্র বেরোয়নি। সেই নিয়ে প্রশ্নবাণের মধ্যে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প। (India Pakistan Conflict)
একদিন আগে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হননি পুতিন। যুদ্ধবিরতির পরিবর্তে সরাসরি শান্তিচুক্তির পাল্টা প্রস্তাব দিয়েছেন তিনি। বিনিময়ে ইউক্রেনের দুই শহর ডনেৎস্ক এবং লুহানস্ক রাশিয়ার হাতে তুলে দিতে হবে বলে শর্ত চাপিয়েছেন পুতিন। ইউক্রেনকে সেই প্রস্তাব গ্রহণ করতে বলে এই মুহূর্তে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প। আর সেই আবহেই ফের ভারত ও পাকিস্তানের সংঘাতের কথা পাড়লেন তিনি। (Donald Trump)
এশিয়াকে পরমাণু যুদ্ধ থেকে তিনি তুলেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। যুদ্ধ থামাতে এত উদ্যোগী কেন তিনি, জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, “এক, আমি সকলের প্রাণ বাঁচাতে চাই। যুদ্ধ আসলে যুদ্ধইয কম্বোডিয়ার কী হতো ভেবে দেখুন। এখন আর আমি যুক্ত নই, কিন্তু ব্যবসায়িক সমঝোতায় যুক্ত ছিলাম আমি। পরিষ্কার জানিয়েছিলাম, তাইল্যান্ড, কম্বোডিয়া,না জানি আর কত।”
আর এর পরই ভারত ও পাকিস্তানের প্রসঙ্গ পাড়েন ট্রাম্প। তাঁর কথায়, “ভারত ও পাকিস্তানকে দেখুন। বিমান নামাতে শুরু করেছিল ওরা। পরমাণু (যুদ্ধ)-র দিকে এগোতে পারত বিষয়টি। আমি তো বলব, পরমাণু যুদ্ধের দিকেই এগোচ্ছিল। আমি শেষ পর্যন্ত পেরেছি। এক, জীবন রক্ষা করতে চাই আমি, দুই, বাকি সবকিছুও বাঁচাতে চাই। কারণ যুদ্ধ অত্যন্ত খারাপ জিনিস।”
পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত দেখা দেয়, তা গোলাগুলি, ক্ষেপণাস্ত্র বিনিময় পর্যন্ত গড়ায়। পর পর চারদিন ধরে আঘাত-পাল্টা আঘাত পর্ব চলে। এর পর ট্রাম্প দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন। সেই থেকে বার বার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন তিনি। পাকিস্তান তাঁর দাবিতে সায় দিলেও, ভারত জানিয়েছে, ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে তৃতীয় কোনও পক্ষের ভূমিকা ছিল না।
কিন্তু ট্রাম্প নিজের অবস্থানে অনড়। তাইল্যান্ড বনাম কম্বোডিয়া, ইরান বনাম ইজরায়েল, রোয়ান্ডা বনাম কঙ্গো, মিশর বনাম ইথিওপিয়ার মধ্যেকার সংঘাত মেটানোর কৃতিত্বও দাবি করেছেন তিনি। এমনকি নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে তুলে ধরেছেন। কিন্তু এত কিছুর মধ্যে ট্রাম্পের চিন্তা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির পরিবর্তে শান্তিচুক্তির কথা বলেছেন পুতিন। ইউক্রেনের দুই শহরও দাবি করেছেন তিনি। এমতাবস্থায় সমালোচনার মুখে পড়ে ফের ভারত ও পাকিস্তানের প্রসঙ্গ পাড়লেন ট্রাম্প।